কবিতা: ফরহাদ হোসেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: ফরহাদ হোসেন


বিরোধী নয়
-----------------------


বিরোধী নয় অনিমেষ,শুধু একটা চাকরি চায়।
আর কোন কিছুই চাওয়-পাওয়া নেই তার।
মধ্যে রাতে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে অনিমেষ।
মরুভূমির বুকে ক্লান্ত করুন সুরে ডাকে-
"একটা চাকরি দাও।"
বৃদ্ধ বাবার আশায় ক্লান্তি,
অনিমেষের অন্তর উনুনের কাঠ,
মায়ের ভাতের হাড়িতে না ফোটা ভাত!

বিরোধী নয় অনিমেষ,
চাকরি খুঁজে-ফেরে প্রখর রোদ্দুরে,
চুঁইয়ে পড়ে ঘাম।
এতসব ডিগ্রি,
এগুলো কি সর্গে যাওয়ার সার্টিফিকেট?
পরীরা আসবে নাকি কাছে!
নাচবে কি অনিমেষের গানের ছন্দে?
হ‍্যাঁ!...
অনিমেষ,খুব সুন্দর গান গায়।
তার বুকে আজ বিষাদের গান।
পড়তে পড়তে বিক্রি হয়েছে কৃষিজমি।
এখন বাকি শুধু ভিটে-বাড়িখানি।
টাকার প্রয়োজন অনিমেষের।
চুরি,মাস্তানি,খুন-খারাবি
এমন কি মুটে মুজুর সাজতে সে রাজি।
মা রুগ্ন....
‍বাবা ভ্রাম্যমাণ শ্মশান,
দীর্ঘ নিশ্বাসের ছাই,যার কন্ঠে সদা ভাসমান।
কোন গল্প উপন্যাসের নায়কের
জীবনের মত জীবন হয়ে উঠেনি অনিমেষের।
বাঁকা নয়নের ভাষা সে বোঝেনি।
সমাজের তুচ্ছতাচ্ছিল‍্যের ভাষা এড়াতে সে পারেনি।

বিরোধী নয় অনিমেষ..
সে আপনার বিরোধী নয়।
দক্ষিনে প্রবাহিত নদীর বিরোধী সে,
উত্তরে কেন দম্ভে দাঁড়িয়ে থাকবে হিমালয়?
পৃথিবীর আবর্তন গতিকে কি থামিয়ে দেওয়া যায় না!
দুপায়ে দাঁড়িয়ে থাকা নিজের অস্তিত্বের বিরোধী সে।
অনিমেষ,আপনার বিরোধী নয়!
=================

নাম:-ফরহাদ হোসেন
জেলা:জলপাইগুড়ি


দেশ:ভারতবর্ষ