Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তগদ্যঃ শেফালি সর

।। জীবনের ভুল।।     

                 
জীবন-স্রোত কলকল ছলছল করে অহরহ বইতেই আছে। সেই জীবনের  প্রথম দিন থেকেই আমার এই জীবন-তরীর খেয়া মাঝি তার অনভিজ্ঞ হাতে দাঁড় বাইতে বাইতে চলেছে নিরুদ্দেশের ঠিকানায়। কতবার পথ হারিয়ে অন্য পথে চলে গেছে। ভুল পথে বহুদূর গিয়ে হয়তো হুঁস হ'ল তার। আবার সঠিক পথে ফিরে যেতে বহু সময় লাগলো। সেই পুরোনো জায়গায় আবার  ফিরে যাওয়া। আবার চলা শুরু। আসলে জীবন তো একটাই।
       যদি বারবার ভুল পথে চলি এভাবে তাহলে গন্তব্যে পৌঁছাতে যে অনেক দেরি হয়ে যাবে। সেই বোধটুকু ও যেন তখন ও  জন্মায় নি। জীবন তরণী শুধু চলার নেশায় মত্ত।কত ইচ্ছা নিয়ে জন্মেছি এই পৃথিবীতে কিন্তু কীভাবে সেই সব ইচ্ছা পূরণ হবে বুঝতে পারিনি। আমার চলার পথে প্রেম এসে মাঝে মাঝে বিভ্রান্ত করেছে।
       প্রেমের দমকা হাওয়ায় আমার জীবন-তরনী কখনো কখনো টলমল করতে করতে ভুল পথের পথিক হয়ে প্রচুর কষ্ট যন্ত্রণা সহ্য করে চলেছিল জীবনের পথে। তারপর আবার সঠিক পথ ধরতে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। অবেলায় অভিজ্ঞতার ঝুলি ভরেছে নুড়ি পাথরে।চড়ায় ঠোক্কর খেতে খেতে এক সময় যখন হাজির হলাম চাওয়া পাওয়ার সীমানায় তখন জীবনের অপরাহ্ন বেলা। তখন সব এলোমেলো। এক সময় ভাগ্যদেবী সুপ্রসন্ন হলেন।তাই অবেলায় তীর খুঁজে পেলাম। শুধু সেই টুকু সম্বল করে অস্তগামী সূর্যের পানে তাকিয়ে জীবন-তরনী ভাসালাম মরা কোটালের মরা জোয়ারে। তখন জীবন-নদীতে জোয়ারের টানে নেই, তখন শুধু ভাটির টান। তবু তাতেই গড়লাম ইমারত। সেই ভাটির টানে নতুন করে প্রেম আসে জীবনে। এ ছিল নেহাতই ভাবনার অতীত। জীবন-উদ্যানে আবার ও ফুল ফোটে,তাও অবিশ্বাস্য! কিন্তু ফোটে।কত হাসি কান্নার সংসারে স্বার্থের টানাটানি।আপন জনেরা পর হয়ে গেল। জীবন তরনী বাওয়ার মতো শরীরে আর ক্ষমতা তখন আর নেই। এমনি সময়ে এক প্রেমিক বন্ধু আমাকে বৈঠা বাইতে সাহায্য করলো। হৃত যৌবন যেন কথা কয়ে উঠলো।
         কী যে বিধাতার ইচ্ছা জানিনা। হ্যাঁ, তার হাত ধরে ই  জীবন তরনী বাইতে বাইতে চললাম অনেক দ্বিধা সংকোচ কে সামনে রেখে।হাসি কান্নায় ভরা জীবন এমনি ই। জানিনা এপথ ও ভুল কি না! তবে এই টুকু জানি, ভুল পথ হলেও আপাত মসৃণ। তাই বলি, ভুল হলেও সে বড় মধুর!তবে এ-ও সত্যি , হারানো স্বপ্ন-মুকুল প্রস্ফুটিত হয়ে মনের বনকে গন্ধে আকুল করে।আজ ও কন্ঠে সুরের গঙ্গা প্রবাহিত হয় বন্ধু সুজন কে কাছে পেয়েছি বলে। এভাবে চলতে চলতে কতবার মনে হয়েছে--ভুল করেছি সারাজীবন ধরে।আজ জীবন-নদীর তীরে বসে আনমনে বলে চলি--ভুল সব ই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল!!!        

----------------:---------------------     
শেফালি সর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত