মুক্তগদ্যঃ শেফালি সর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

মুক্তগদ্যঃ শেফালি সর

।। জীবনের ভুল।।     

                 
জীবন-স্রোত কলকল ছলছল করে অহরহ বইতেই আছে। সেই জীবনের  প্রথম দিন থেকেই আমার এই জীবন-তরীর খেয়া মাঝি তার অনভিজ্ঞ হাতে দাঁড় বাইতে বাইতে চলেছে নিরুদ্দেশের ঠিকানায়। কতবার পথ হারিয়ে অন্য পথে চলে গেছে। ভুল পথে বহুদূর গিয়ে হয়তো হুঁস হ'ল তার। আবার সঠিক পথে ফিরে যেতে বহু সময় লাগলো। সেই পুরোনো জায়গায় আবার  ফিরে যাওয়া। আবার চলা শুরু। আসলে জীবন তো একটাই।
       যদি বারবার ভুল পথে চলি এভাবে তাহলে গন্তব্যে পৌঁছাতে যে অনেক দেরি হয়ে যাবে। সেই বোধটুকু ও যেন তখন ও  জন্মায় নি। জীবন তরণী শুধু চলার নেশায় মত্ত।কত ইচ্ছা নিয়ে জন্মেছি এই পৃথিবীতে কিন্তু কীভাবে সেই সব ইচ্ছা পূরণ হবে বুঝতে পারিনি। আমার চলার পথে প্রেম এসে মাঝে মাঝে বিভ্রান্ত করেছে।
       প্রেমের দমকা হাওয়ায় আমার জীবন-তরনী কখনো কখনো টলমল করতে করতে ভুল পথের পথিক হয়ে প্রচুর কষ্ট যন্ত্রণা সহ্য করে চলেছিল জীবনের পথে। তারপর আবার সঠিক পথ ধরতে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। অবেলায় অভিজ্ঞতার ঝুলি ভরেছে নুড়ি পাথরে।চড়ায় ঠোক্কর খেতে খেতে এক সময় যখন হাজির হলাম চাওয়া পাওয়ার সীমানায় তখন জীবনের অপরাহ্ন বেলা। তখন সব এলোমেলো। এক সময় ভাগ্যদেবী সুপ্রসন্ন হলেন।তাই অবেলায় তীর খুঁজে পেলাম। শুধু সেই টুকু সম্বল করে অস্তগামী সূর্যের পানে তাকিয়ে জীবন-তরনী ভাসালাম মরা কোটালের মরা জোয়ারে। তখন জীবন-নদীতে জোয়ারের টানে নেই, তখন শুধু ভাটির টান। তবু তাতেই গড়লাম ইমারত। সেই ভাটির টানে নতুন করে প্রেম আসে জীবনে। এ ছিল নেহাতই ভাবনার অতীত। জীবন-উদ্যানে আবার ও ফুল ফোটে,তাও অবিশ্বাস্য! কিন্তু ফোটে।কত হাসি কান্নার সংসারে স্বার্থের টানাটানি।আপন জনেরা পর হয়ে গেল। জীবন তরনী বাওয়ার মতো শরীরে আর ক্ষমতা তখন আর নেই। এমনি সময়ে এক প্রেমিক বন্ধু আমাকে বৈঠা বাইতে সাহায্য করলো। হৃত যৌবন যেন কথা কয়ে উঠলো।
         কী যে বিধাতার ইচ্ছা জানিনা। হ্যাঁ, তার হাত ধরে ই  জীবন তরনী বাইতে বাইতে চললাম অনেক দ্বিধা সংকোচ কে সামনে রেখে।হাসি কান্নায় ভরা জীবন এমনি ই। জানিনা এপথ ও ভুল কি না! তবে এই টুকু জানি, ভুল পথ হলেও আপাত মসৃণ। তাই বলি, ভুল হলেও সে বড় মধুর!তবে এ-ও সত্যি , হারানো স্বপ্ন-মুকুল প্রস্ফুটিত হয়ে মনের বনকে গন্ধে আকুল করে।আজ ও কন্ঠে সুরের গঙ্গা প্রবাহিত হয় বন্ধু সুজন কে কাছে পেয়েছি বলে। এভাবে চলতে চলতে কতবার মনে হয়েছে--ভুল করেছি সারাজীবন ধরে।আজ জীবন-নদীর তীরে বসে আনমনে বলে চলি--ভুল সব ই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল!!!        

----------------:---------------------     
শেফালি সর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর।