Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গল্প: অনিরুদ্ধ ঘোষাল

জীবন কেনো এমন


                                
     সুখবর.....আপনার ছেলে হয়েছে একথা শুনে সমগ্র ঘরের লোকের মধ্যে দিয়ে একটা চিন্তার ঢেউ বয়ে গেলো।
  অমলা যে তার প্রথম সন্তান গঙ্গাসাগরে বিসর্জন দেবে বলেছে। ডাক্তার বাবু একথা শুনে অবাক, এখনও এরকম ঘটনা ঘটে থাকে?
 চিন্তা থাকলেও শেষ পর্যন্ত বিসর্জন দেওয়া হলোনা। শিশুর বাবা ধীমান, কয়লা ডিপুতে কাজ করে দিন কাটালেও সন্তানকে
 লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছা প্রবল। এবার পালা আসে শিশুর নাম ঠিক করার। অনেক গবেষণার পর ছেলটির নাম
 ঠিক করা হল, মানষ।                     
কীরে বুবুন স্কুল যাবিনা ?? হ্যাঁ মা যবো। মানষের ডাকনাম বুবুন। মানষ পড়াশোনায় মেধাবী না হলেও মোটামুটি বটে।
 বুবুন এখন উচ্চমাধ্যমিক দেবে, বুবুন বাড়ির একমাত্র শিক্ষিত ছেলে তাকে বাড়ির সবাই খুব আদরে রাখে। 
ধীমানও এখন বেশ ভালোই আছে ছেলের মুখ চেয়ে। ছেলে তার দুঃখ কষ্ট সব দূর করবে। ধীমানের শুধুমাত্র তার একটি কষ্ট
 তার বউ। ধীমানকে তার বউ অমলা যা সামনে পায় তা দিয়েই মারে, কিন্তু ধীমান তার বউয়ের মারের প্রতীবাদ গায়ে
 হাত তুলে দেয়নি বরং চুপচাপ মুখ বুজে সহ্য করে।                  
এই নাও দাদা মিষ্টি খাও, আমার ছেলে উচ্চমাধ্যমিক পাশ করেছ,এবার কলেজে পড়বে। আমার সব কষ্ট আজ সার্থক।
 ধীমান সবাইকে মিষ্টি খায়িয়ে বাড়ি ফিরলো। বাড়ি ফিরতেই বুবুনের প্রশ্ন বাবা তুমি আজ কাজে যাওনি???
 নারে আজ তোর রেজাল্ট যে মিষ্টি খায়িয়ে এলাম সব্বাইকে। ওমনি কোনো কথা না শুনে বুবুন পাশে পড়ে থাকা চপ্পলটা দিয়ে
 বাবাকে বিরাট মারলো। আর বললো, মা এই লোকটা কাজে না গেলে একদম খেতে দিবিনা। সঙ্গে সঙ্গে পাশের থেকে কতকগুলো
 লোক ছুটে এলো, ধীমান তোর ছেলে তোকে এতো মারলো তোবুও তুই একটা কথা পর্যন্ত বললি না। 
ধীমান ও আমার শিক্ষিত ছেলেরে ও শিক্ষার আলোয় আমার অন্ধকার মিটিয়ে দিবে। ও তো ছোট  বোঝে না অবুঝ কী আর করবি।
                    বুবুনের ডাক্তার হওয়ার খুব শখ, কিন্তু এই সময়ে ডাক্তার হতে মোটা অঙ্কের টাকা ঘুষ লাগে যে ওরা
 পাবে কোথায। একথা ধীমান জানার পর তার সব কিছু বিক্রি করে দিলো। তাতেও কম পড়ায় তার খেটে খাওয়া শরীরটা থেকে
 একটা কিডনিও বেচে দিলো। তারপর আবার ছেলের চার বছরের খরচা চালানোর জন্যে সকাল থেকে রাত পর্যন্ত খাটা-খাটনি তো
 আছেই।                     
বছর-চারেক পর, কীরে ধীমান তোর ছেলে কী করছে? ধীমান গর্বিত হয়ে বলে উঠল
 এখন ও ডাক্তার হয়ে গেছে। আজকেই ডিগ্রী পেয়েছে, বাড়ি ফিরছে আমি তো ওকেই আনতে এসেছি। 
এই....এইতো ট্রেন এসেগেছে। ওই দেখ দেখছিস চেনাই যাচ্ছেনা। চলরে বুবুন ঘর চল। তোমার সাহস কী করে হয় আমার
 নাম ধরে ডাকার। আমি একজন ডাক্তার সন্মান দিয়ে কথা বলুন। চলো বেয়াড়া জিনিস পত্র তোল। ধীমান এখনও এই ছেলেকে
 ভালোলাগে তোর?  যার জন্যে সব দিয়ে দিলি সে আজ তোকে এইদিন দেখালো। 
তবুও ধীমানের মুখে ছোট্ট হাসি কী করবি বল ছোট তো!!! 
=====================

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল