কবিতা: সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: সোমনাথ বেনিয়া



আপাতত 


জানতে চাইছো বলেই হয়ত বলতে হবে আমার মুক্ত মনের কিংবা খোলা চোখের গল্প। যা বলবো তা কালের নিয়মে ঘটে যাওয়া আত্মপ্রলাপ। এই প্রলাপে বিষাদ ছুঁয়ে আছে জন্মলগ্ন থেকে। তাই একটা ছায়াপথ খুঁজছি যেটা মাটি থেকে উঠে স্পর্শ করতে চাইছে আকাশ। এরপর হারিয়ে যাওয়ার একটি ইচ্ছা যা অতিযত্নে রোপন করে রেখেছি মনের টবে। হৃদয় যেখানে মাঝেমধ‍্যে গিয়ে ভালো-মন্দের খবর নিয়ে আসে। ছাপার অক্ষরে তা ফুটে ওঠে চোখের পাটাতনে। এবার পড়ে নিতে পারো অবলীলায়। যদি ভালো লাগে তাহলে হাততালির শব্দে পায়রা উড়িয়ে দিও, এ আমার জেগে থাকা। যদি খারাপ লাগে একটি চন্দ্রবিন্দু রেখো, এ আমার ঘুমিয়ে পড়ার চিহ্ন। নিজের মতো করে বুঝে নিও সারসংক্ষেপ। হিসাব করে কিছু পেলে কোনো পরিত‍্যক্ত ডাকবাক্সে ফেলে এসো। আর শূন‍্য! তবে ভাববে পূর্ণতার অভিশাপে পুনর্জন্ম হচ্ছে কোথাও ...

===========================
ঠিকানা - ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯।