কবিতা: ফিরোজ আখতার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: ফিরোজ আখতার



নিঃস্বার্থভাবে
......................




যেদিন কোনরকম স্বার্থ ছাড়াই
আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাবে
আমি উভচর হয়ে যাবো সেদিন

প্রিয়তমা, তুমিও আমাজান হয়ো...

তোমার বুক আর সেদিন
মৃত আগ্নেয়গিরি বহন করবেনা

আমায় একটু আশ্রয় দিও সেদিন
দেবে তো ? নিঃস্বার্থভাবে...





======================
নাম - ফিরোজ আখতার
ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড, ঠাকুরপুকুর, কোলকাতা - ৭০০o৬৩