কবিতা: আশিস চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: আশিস চৌধুরী


নিষ্ঠুর বয়স



বয়স আমাকে কিছুতেই ধরতে পারছে না
শুধু পিছনে ধাওয়া করছে
আমি তার নাগালের বাইরে যাওয়ার জন্য
কখনও দ্রুত হাঁটি,কখনও দৌড়ায়
আমার এই আচরণে বয়সের রাগ বাড়তে থাকে
কোথায় লুকিয়ে ছিল জানি না
একদিন হঠাৎ সামনে এসে
বাইকসহ সপাটে আছাড় দিল
তারপর জাপটে ধরে ঘরে এনে
প্রায় গৃহবন্দী করে দিল বলা যায়
এখন সে  এটা ক'র না,ওটা ক'র না বলে
দিনরাত বকাঝকা করে

বয়স তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে!

---------------------------------------------------------
আশিস চৌধুরী,বার্নপুর, পশ্চিম বর্ধমান।