খোলা চিঠি: গৌর গোপাল সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

খোলা চিঠি: গৌর গোপাল সরকার


ভারতমাতার উদ্দেশ্য


পরম পূজনীয়া মা,
পত্রে তোমাকে ও তোমার সমস্ত সন্তানদের
সুখ কামনা করি। তোমার শুভাকাঙ্ক্ষী ও
শুভাকাঙ্ক্ষিনীদের দীর্ঘায়ু কামনা করি।
তোমাকে সুখী দেখলে আমরা সুখ
অনুভব করি। তোমার সন্তানের জন্য
তোমার হৃদয় প্রসারতা,উদারতা,
সৌজন্যতা, সহযোগিতা, সহমর্মিতা
আমাদের হৃদয়ের দুয়ার খুলে দিয়েছে।
সিন্ধুসভ্যতা থেকে আজ পর্যন্ত তোমার
মাতৃকা সম আচরণ  সবাই কে
আপন করে নিয়েছে। তোমার শোভন
আচরণ নানা জাতি কে আপন করে নিয়েছে।
বর্তমানে তোমার কিছু  সন্তান  বেয়াদবি
করছে। তোমার সন্তান হয়ে  তোমার বুকে
ছুরি মারতে উদ্যোত হচ্ছে।
কিছু দেশীও কিছু বিদেশি শক্তি
তোমাকে  হেয় করার চেষ্টা করছে।
১৩০কোটি সন্তানের  হে মুগ্ধ  জননী
রেখেছো রাখাল করে, মানুষ কর নি।
তোমার দুর্বলতার প্রধান কারণ
তোমার স্বাধীনতা সংগ্রামের সন্তান
দুর্বল মনের জন্য  প্রাদেশিক শক্তি
মাথা চারা দিচ্ছে। বিদেশি শক্তি সেই
সুযোগে বার বার ভারতের ভিতরে
হানা দিয়ে ভারত বর্ষ কে দুর্বল ভাবছে।
আমাদের দেশে দেশপ্রেমিক মানবহিতৈষী যেমন আছেন, তেমনি ঘর শত্রু বিভীষণে'র
অভাব নেই।
দেশে অর্থনৈতিক,রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সাম্য ও মানবাধিকার প্রতিষঠিত
হলে সব বৈষম্য দূর হয়ে যাবে।
আমাদের মানব ধর্ম, জাতীয়তা বোধ,
সংহতি, কে  জোরদার করে  সার্বিক শিক্ষা
উন্নতির সোপান হতে পারে।
সাদা কে সাদা,কালোকে  কালো বলতে
মানুষের ভয় থাকবে না।
মায়ের সুস্বাস্থ্যের কামনা করে
শেষ করছি চিঠি।
তোমার একান্ত স্নেহভাজন-
গৌর গোপাল সরকার
নতুন হাসপাতাল পাড়া রামপুরহাট বীর ভূম