খোলা চিঠি: আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

খোলা চিঠি: আবদুস সালাম


বৈশাখী পত্র




  প্রিয় পহেলা বৈশাখ
     প্রতি দিনের মতো তুমি আজও এসেছো , ফিবছর আবার  আসবে
জীর্ণতার আড়ালে লূকানো আবেগ  মাখামাখি করে ।।ভুলে যেতে চাই বিড়ম্বিত আর্তনাদ, লাঞ্চিত দিনের বঞ্চনা ।উগরে আসে কাঠামো হীন দিনগুলোর ব‍্যর্থ আবেগ।চরাচর ভেঙে যায়।
এসোনা নিঃশব্দে আঁকি নকশিকাঁথায় আল্পনা, গান বেঁধে নিই মেঠো সুরে।মানবিক স্পর্শে জেগে উঠুক বঙ্গসংস্কৃতি,উদ্ভাসিত হোক আলোর বিষন্ন অক্ষর।প্রগতিশীল অস্তিত্বের দলছুট স্বপ্নগুলো বাসা বাঁধুক আমাদের সম্পৃতির উঠোনে।
মহাকাব‍্যিক জীবনে ডানা মেলুক সময়।উর্বর আহ্বানে ঝংকার তুলুক ফেনীল স্রোত।আজ পূণ্য দিনে মেখে নিবো সোনালী স্বপ্ন।ঘরে ঘরে বেজে উঠুক ভূপেনবাবুর গান "মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি দিতে পারে না"---
চলো পূণ্য সলীলা গঙ্গায় বিসর্জন দিয়ে আসি অপনীতির অপস‍্রোত।
     পূণ্য দিনে সকলের শুভ কামনায়--
আবদুস সালাম
প্রয়াস ,শ্রীকান্তবাটি মাদারল‍্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ 742225