কবিতা: দীপান্বিতা হক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: দীপান্বিতা হক



স্পেশাল ম্যারেজ অ্যাক্ট



আজ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল সুচেতা
মাথার ওপর বেশ বড় বড় টিভি সেট
বেশ নাচ গান হচ্ছে তাতে;
নোয়াপাড়া ট্রেন আসতে প্রায় তিন মিনিট বাকি, 
একই ধরণের গান বাজছে টিভিতে
সব হোলির গান, মানে দোল উৎসবের-
'রং বরষে ভিগে চুনারিয়া..."
হঠাৎ চঞ্চল ও সতর্ক হল তার মন-
আশে পাশে প্রায় সকলেরই মুখ রঙীন
প্রকাশ্যে থাকা শরীরের অংশ
গলা হাত অধিকাংশই রঙীন।
ভারী সুন্দর লাগছে তাদের!
কিন্তু তার মুখ বা হাত রঙীন নয়।
সে এই জমাট দলটি থেকে আলাদা!
কাল দোল ছিল, কিন্তু তার আর দোল খেলা হয় না।
সে বিচ্ছিন্নতা অনুভব করে, বিষণ্ণতা ঘিরে ধরে।
তার যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে!

তারপর, ট্রেন আসলে , যে যার মতো চলে যায় । 

==========================
Name  Dipanwita Haque
Addresd  61 c/ 1b , Elliot road. Kol 16 p.o park st.