কবিতা: জগবন্ধু হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: জগবন্ধু হালদার



                  বৃষ্টিদিন

                            

     বৃষ্টি তোমায় চিনি খুব বন্ধু ও বজ্জাত
     হাড়ে হাড়ে বাঁশি বাজাও পাকা ধানে একহাত

     বৃষ্টি তোমায় চিনি খুব অসভ্য ,  একগুঁয়ে
     শুয়ে থাকা মনখারাপের অপেক্ষা দাও ধুয়ে

   ভাব জমিয়ে ভেজাও এমন চিড়ে ও কাক হাসে
   চুপসে যাওয়া ফুল শার্টে ভরা শ্রাবণ ভাসে

   লাগাম ছাড়া তুমি ও সে ফড়িং লাফের ফন্দি
   আমিও বেশ গলে গড়াই অজুহাতে মন দিই

মৌন - সরব নাছোড় ধারা,মিছিল টিছিল নাকি?
আমি কিন্তু গোপন মুঠোয় লুকিয়ে রাখি ফুলকি

   বৃষ্টি তোমায় চিনি খুব ঘাতক ফন্দিবাজ
   জানলা দিয়ে হাত বাড়াতেই চুলোয় গেল কাজ
স্যাঁতস্যাঁতে মন পিছলে গেল এদিক ওদিক মেঘে
গলি হোক বা মোড়ের মাথা মিলছেনা আর ভাগে

 হুড়মুড়িয়ে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে যা -তা
 প্রহর কাটে শঙ্খ ঘোষে নিরুদ্দেশে বইঠা  ।।

                  -----------------