কবিতা: লিপি ঘোষ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: লিপি ঘোষ হালদার



       ।। এলো নববর্ষ ।।

          

চৈতী হাওয়ায় ঝরা পাতা  দোলে আম্রমুকুল,
বসন্ত যে নিল বিদায়    ঝরছে  বকুল ফুল।
একটি বছর হল পার    কত স্মৃতি মাখা,
ধূলির বাতাস,তপ্ত আকাশ,শুষ্ক বৃক্ষশাখা।
ক্রূর হাসি হেসে সৃর্য   অগ্নিকিরণ ছড়ালো,
বসন্তশেষে  ওই বুঝি  বৈশাখী ঝড় এলো।
গ্রীষ্মের দাবদাহে,উষ্ণ বায়ুপ্রবাহে,জ্বলবে প্রকৃতি;
চৈত্রশেষে রৌদ্র প্রখর,   জ্বলছে  মনে স্মৃতি।
পুরনো কথা,আনন্দ ব্যাথা অতীত আজি সব,
নতুন দিন নতুন ক্ষণ, শুভ নববর্ষের উৎসব।
শিবের গাজন,চড়ক শেষ; আবার নতুন মেলা,
নব প্রভাত বৈশাখী রাত কালবৈশাখীর খেলা।
নতুন মন নতুন জীবন  নতুন স্রোতে ভাসা,
হিংসা বিবাদ সরিয়ে এসো  খুঁজি নতুন দিশা।
দুঃখ বিষাদ লুপ্ত করুক বৈশাখী ঝোড়ো হাওয়া,
নতুন বছর পূর্ণ করুক    নতুন  নতুন চাওয়া।
নতুন শাখে পুষ্প নতুন   সাজবে নতুন পাতা,
নতুন নতুন বাঁধবে বাসা  নতুন পাখি হেথা।
নতুন কিছু করতে হবে   নিয়ে নতুন আদর্শ;
নতুন ছন্দে নতুন আনন্দে   এলো নববর্ষ।।
                         ------