Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

মুক্তগদ্য: সুমন কুণ্ডু




                    ' বৈশাখ ও কিছু টুকরো ভাবনার কোলাজ ' 


                                                ১ ।

এডিট করতে করতে ক্রমশ খাপ খাইয়ে নিচ্ছি । এই শ্বাস বন্ধ হয়ে আসা, গুমোট, ছায়াহীন বেঁকে যাওয়া রাস্তা ফের পার করছি । ধুলোয় ধুলোয় ক্লান্ত হয়েছে সম্পর্কের হলুদ পাঞ্জাবি । ভাবলাম ধুই, না ধোয়াও একটা ঘ্যাঁতরা ইচ্ছে আগে থেকে ঠিক হয়ে আছে ! বসন্তের রং চেটে নিয়ে ৩৬৫ টা দিনের ঘাম । অদ্ভুত না ? ধুয়ে ইস্ত্রি করে নিলে নতুন, অথচ নতুন তো ভিতরে পুরনোই ! বৈশাখ নামটা তুমি দাও নি ! 

                                                ২ ।

টোটোর সামনে ও পেছনে পতপত উড়ছে দলীয় পতাকা । গরিবি নিভিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, ডিজিটাল ডিজিটাল বলতে বলতে গাঢ় হচ্ছে নির্বাচনী প্রচার । এদিকে এক পশলা চৈত্রের হুমকি ডিঙিয়ে, অসহনীয় ডিঙিয়ে, সূর্যের বুকে লিখে দিতে চাইছি আরেকটু... আর একটু হঠো ।  কতদিন পড়ে থাকা আমের মুকুল কুড়োও নি তুমি ! কালবৈশাখী এসো । শুকনো অপেক্ষায় জামা ভিজছে, মন ... ভেজে নি ! 

                                                 ৩ । 

ভিড় ট্রেন । কথা ঝুলে আছে, সকাল ঝুলে আছে । বিকেল হবার আগেই উসকোখুসকো মন । একটা খোয়াব খুল্লমখুল্লা আসতে গিয়ে প্রখর রোদে বাষ্প হয়ে যাচ্ছে । পরিস্থিতির কুচকাওয়াজে এই আমাদের ঘাম গেলা চারকোণা দিন । সন্ধের মেসেজ টোন । গুড ইভিনিং । আসবে না ?... খবর ভালো না, আর কিছুদিন ...

মুখ ফেরানো হাওয়ায় বুকের ভেতর আজ ৮০ কিমি বেগে ঝড় হতে পারে, সামলে রেখো হৃৎপিণ্ড । ইশারা দিল বৈশাখ। 
===========================

লেখক -- সুমন কুণ্ডু ।

ঠিকানা -  ৬২/২ , বীণাপাণি পাঠাগার পথ ,
পোস্ট - আতপুর , শ্যামনগর । উত্তর ২৪ পরগনা । পিন - ৭৪৩১২৮ , 
পশ্চিমবঙ্গ ।



নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩