কবিতা: নারায়ণ প্রসাদ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: নারায়ণ প্রসাদ জানা




আঁশবটি কলম



কলমখানি বানিয়ে আঁশবটি
দিলাম কেটে তোমার কবিতা খানি
ঠিক যেন এক ডাঁটাচচ্চড়ি
তেল নুন ঝাল ঠিক হলেও পরিমাণে
কেমন যেন ভীষণ ব‍্যাক ডেটেড।
ফেসবুক আর হোয়াটস্আ্যপের যুগে
বাংলা যেখানে ভুলছে সব লোকে
ইংরেজি আর হিন্দী মিলিয়ে
কন্টিনেন্টাল -বিরিয়ানি রাঁধে লোকে
সুক্তো আর আলু পেঁপের ঝোল
ভালো লাগেনা পাস্তা -চাও এর কাছে।
দিলাম কেটে তোমার কবিতা খানি
ঠিক যেন এক তেল ঝাল তরকারি
ও সব এখন ভীষণ অখাদ‍্য
লেখার স্টাইল চেঞ্জ করে নাও  এবার।
কলম খানি বানিয়ে আঁশবটি
দিলাম কেটে তোমার কবিতা খানি
এখন থেকে মনের আনন্দেতে
কমকরে তেল মশলা দিয়ে ঠিক
রাঁধুন এবার কন্টিনেন্টাল- থাই
সবাই এবার বলবে এক সুরে
ইয়ামি-ইয়ামি হয়েছে ডেলিসিয়াস।
=====================


নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোঃ-হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর