কবিতা: পল্লব মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: পল্লব মজুমদার



অনেক জানি আসলে...তবুও!


অনেক ভালোবাসা ছুঁয়ে গেছে আমার দুহাত
অনেক অভিলাষা বেছে নিয়েছিল অপঘাত
অনেক রাতজাগা ঘুম আজো স্বপ্নে বিভোর
জানি কিছু অসময় একমনে ভাবে কথা তোর

জানি কিছু পরাজয় মুখ বুজে মেনে নিতে হয়
জানি এই অস্থির প্রেমের ভিন্ন সব চরিত্র পরিচয়
আসলে আমার মোহে প্রেমের জোগান সব বন্ধ
আসলে দেখেছিস তুই, আমি ভান করে গেছি অন্ধ।

আসলে চলেই গেলি, আদতে আমার তুই না।
তবুও কিছু সম্পর্কেরা গতিপথে জড়ায় অক্লেশে,
তবুও আমি বলতে চেয়েছি, যদিও আমি বলতে পারিনা
তবুও অপেক্ষা থাক কোথায় জীবন গিয়ে মেশে।

=================================