কবিতা: তপন কুমার মাজি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: তপন কুমার মাজি




            বর্ষবরণ



সুবোধ বালকেরা নির্বোধের মতো জেগে ঘুমোচ্ছে অবমাননার বিছানায়,
নেশাগ্রস্থের মতো অচেতনে কাটাচ্ছে কাল সুস্থ চেতনারা !
বিভ্রান্তের চাদরে ঢেকে যাচ্ছে সব প্রাণবন্ত দিন,
স্বপ্নেরা মরতে মরতে ঝুলে যাচ্ছে গতানুগতিক ইতিহাসের পাতায়--
গড়িয়ে পড়ছে বছরগুলো মহাকালের আবর্তে,
সময়ের ঢালু বেয়ে ইতিহাসও ক্রমশ হয়ে যাচ্ছে বিকৃত,
বীভৎসতার দৃশ্যদূষণে চালসে হয়ে যাচ্ছে  পৃথিবীর চোখ !

কিন্তু অশুভ শক্তিরা শুভবুদ্ধিদের যতই গলা টিপে ধরুক না কেন
সময়ের চোরা স্রোতে প্রতিবাদ কখন যে ঢুকে পড়বে মগের মুলুকে কেউ তা জানে না,
একদিন ধ্বসে পড়বেই পড়বে মিথ্যে সাম্রাজ্য,
ভোরের নূতন আলোর ছোঁয়ায়
দুঃস্বপ্নদের পিছনে ফেলে দুর্বার গতিতে ছুটে আসবে রঙিন স্বপ্ন।

ওই তো কালের চক্রে ধেয়ে আসছে কালবৈশাখ, 
ঝড়ের দাপটে  ধুলিস্মাৎ হবে এবার সব কালাপাহাড়,
বর্ষবরণের মাঙ্গলিক সূচনায় উঠবে নূতন সূর্য 
যে সূর্যের রঙিন আলোয় ভিজবে মনভূমি--
গড়ে উঠবে সুস্থ-সবল এক নূতন সভ্যতা !
----------------------------------------------------------
Tapan kumar Maji
Courtmore, Hindusthanpark, 
Burdwan (W)
Asansol– 713304
----------------------------------------------------------