কবিতা: সুমিত দেবনাথ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: সুমিত দেবনাথ



মানুষ হবে
*********



আমার  এ'দেশের মন্দিরে নেই কোনো ইশ্বর;জুয়া খেলে কিছু উগ্রবাদীর দল!
আমার এ'দেশের মসজিদে নেই কোনো আল্লা
আছে শুধু কিছু গুন্ডা পরে শয়তানের আলখাল্লা!
আমার এ'দেশে করে না এখন আর মানুষ বাস
দাপাদাপি করে ফেরে একদল দাঙ্গাবাজ!
আমার এ'মনের হৃদয়ে নেই বাকি কিছু ভালোবাসা
ভরে গেছে আপাদমস্তক শুধু ঘেন্না আর ঘেন্না!

সম্প্রীতি আর শান্তির আমার এ'দেশে
অশান্তির দূষিত বাতাস ব‌ইছে ঘরে ঘরে!
সরকারী মদতে জিভ কেটে নেওয়া হয়, হাত-পা ভেঙে দেওয়া হয়,চোখ তুলে নেওয়া হয়!!
প্রতিবাদ করবে আর সংখ্যাধিক্যের বিরুদ্ধে?
আমার এ'দেশে আমি ন‌ইতো আর স্বাধীন
আমার মতোন আমি বাঁচতে আর নারি।

জঙ্গিবাদ-উগ্রবাদ-মৌলবাদ-দাঙ্গাবাজ
তোরা তো মানুষ নস, মানবধর্ম তোদের নয়।
তোদের কি ধর্ম তোরাই তা কি জানিস??
পুতুল নাচের পুতুল হয়ে নাচতেই থাকিস।

যাঁরা শুধু রাম করে;রহিমকে পিষে মারে
আবার যাঁরা রহিমের জন্যে রামের গলা টিপে ধরে
সবাই তোরা ধ্বংশ হবি;এসেছে এগিয়ে সেদিন...
বুঝিস না কেন তোরা রাম-রহিম যে একটাই মানুষ।
যেদিন সে মানুষ হয়ে মানবধর্ম নিয়ে দাঁড়াবে
সেদিন তোদের ধর্ম যাবে, মন্দির-মসজিদ ভেঙে পড়বে।
তোদের ধ্বংশস্তুপে আমার এ'দেশে আবার মানুষ হবে...

=======================

নাম:সুমিত দেবনাথ
কাটোয়া, পূর্ব বর্ধমান-৭১৩১৩০