কবিতা: জয়ীতা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

কবিতা: জয়ীতা চ্যাটার্জী



বদল



বুনো রোমাঞ্চকর এক শব্দ, 
তখনও আমায় পৃথিবীর আদিবাসীর মতো
 টেনে হিঁচড়ে নিয়ে আসত পাহাড়ের কাছে। 
আমি দেখতাম পাথরের গা বেয়ে চুঁইয়ে পড়ছে জল,
 ছুঁয়ে দিলেই নিথর নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে
পড়ত অন্তরীক্ষে। 
আজ ও  অবশ্য আমি আসি পাহাড়ের কাছে, 
তার চেয়েও বেশি আসি পাহাড়ী ফুলের কাছে।
 শিশিরের আঘাত ও ওদের বুকে তীব্র ভাবে লাগে।
পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ে এলোমেলো পথের পাশে।
ভেজা ফুলের গন্ধ নিতে বার বার ছুটে যাই ওদের কাছে।
তখন আমি ছোঁব বলে নেমে আসত 
বৃষ্টিময় মেঘ পাহাড়ের বুকে।
ছুটে যেতাম তাপহীন দাগহীন দিনে, 
উজ্জ্বল রোদ্দুর সারা গায়ে মেখে। 
আজ ও আমি ফিরে আসি পাহাড়ের কাছে, 
ফিরে আসি ছোঁব বলে ফুলেদের ,রাস্তার পাশে।
 ছুঁতে ছুঁতে বলে যাই আমি মনে মনে
 নেই কোন শোক , তাপ নিভৃতে গোপনে।
 মেঘে মেঘে বেজে ওঠে অতীতের বানী, 
 কাউকে আমি দুঃখ দেবো না, শুনেছ আগামী?
===============================

নাম: জয়ীতা চ্যাটার্জী
ঠিকানা: ২২/৪ আর এন টি পি বাই লেন শ্যামনগর। ২৪পরগনা নর্থ, পশ্চিমবঙ্গ।