Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

আকাশ নীল মাইতির গল্প




" একটি অপ্রকাশিত খোলা চিঠি"

           ----------------


প্রিয় সুজন,
            আপনারা যারা আমাকে ভালোবাসেন এতকাল অন‍্যায় আবদার সহ‍্য করেছেন সবিশেষ জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমার মৃত্যু আসন্ন। তাই দুপুর থেকেই খুব ভয়ে ভয়ে আছি । কি করে জানলাম? জেনেছি। যেমন করে আপনারা মেঘলা আকাশ দেখে বুঝে যান বৃষ্টি আসবে কিনা। সেইভাবে। এমনিতেই আমি ছ'ফুট দু'ইঞ্চি লম্বা। গড়পড়তা বাঙালি ছেলেদের তুলনায় বেশ লম্বাই। কিন্তু দুপুর থেকেই দেখছি আমার ছায়ার দৈর্ঘ্য ক্রমশ আমাকেই ছাড়িয়ে যাচ্ছে! তাই নিজের আয়ু নিয়ে বেশ সন্দিহান।
        এখন রাত এগারোটা পঁয়ত্রিশ। লেপের মধ্যে আমি আর আমার ছায়া সহাবস্থান করছি। আর মোবাইলের কী-প‍্যাডে টপাটপ টাইপ করে চলেছি আমার শেষ ইচ্ছেগুলো। আপনাদের কাছে আনুরোধ এগুলো যেন আমার জবানবন্দি হিসেবে ধরা হয়। কি জানি সকাল অবধি আর বেঁচে থাকতে পারবো কি না ! মনটা বড় কু-গাইছে গো ...
         ছোটবেলায় স্কুলে পরীক্ষার সময় ফার্স্ট বয় বা সেকেন্ড বয়ের পাশেই বসতাম। পুরোটা না পারলেও বেশিরভাগটাই টুকে দিতাম। তারপর এর বাগান ওর বাগান করতে করতে বড়ো হয়ে গেলাম কবে। মা-বাবার মুখে প্রথমবার হাসি ফুটিয়ে একদিন দাদাদের সৌজন্যে চাকরি নিয়ে পৌঁছে গেলাম নর্থ বেঙ্গল! ও মা, এখানেও দেখি এক‍ই কাণ্ড! বেমালুম আমার ছোটবেলাকে কপি করছে! মেজাজ গেল খিঁচড়ে। হাতের ডাস্টার ছুঁড়ে মারলাম। কেটে গেল বাচ্চাটার কপাল অনেকটা। তারপর থেকে লজ্জায় আর স্কুলে যেতে পারিনি অনেকদিন। তোয়াক্কা করিনি। কারণ এখন তো আপনাদের ভালোবাসায় বাংলাজুড়ে খ‍্যাতি। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোসাল সাইট নিত্য আমার‍ এক মন্তব্যে হেডলাইন হয়ে যায়। চ‍্যানেলে চ‍্যানেলে চর্চা চলে রমরমিয়ে। বেশ উপভোগ করি ব‍্যাপারটা। এক হাঁকে মাঠ ভরে যায় হাজারে হাজার। ভাবুন কতটা পাওয়ার ধরি! অবশ্য এসব বলাই বাতুলতা। যেগুলো জানেন না এবার সেই কথাই বলি। না বললে যে পরকালে ঠাঁই হবে না! এদিক থেকে আমি খুব কনসান। আপনাদের ভালোবাসার ধনে হোটেল বানিয়েছি পাঁচটা, সব‍ই পাঁচতারা। সুইস ব‍্যাঙ্কেও আছে কিছু। অবশ্যই সব বেনামে। কয়েকদিন আগে সেই ছেলেটির সাথে দেখা। সেই কপাল ফাটানো ছেলেটা। এখন বড়ো পুলিশ অফিসার হয়েছে। শুনেছি খুব অনেস্ট। পায়ে হাত দিয়ে প্রণাম করল। মুহূর্তে কি যে হয়ে গেল ভেতরটা ! অনেক আশির্বাদ করেছি তাকে। বেনামী সম্পত্তির সমস্ত ডকুমেন্টস তাকে এই মাত্র মেল করে জানালাম। বাকিটা আপনাদের হাতে।
      ভোরের আলো ফুটে উঠেছে , হয়ত আমারও সময় হয়ে এল। এখন বেশ হালকা লাগছে নিজেকে। একটাই দুঃখ রয়ে গেল মেয়েটা একবারও বাবা বলে ডাকল না আজও! ভালো থাকুন,  ভালো রাখুন। বিদায়...
                   ইতি
আপনাদের আদরের হতভাগ্য বুড়োদা। 
                    
                              ( সমাপ্ত )


হরিপদ মাইতি ( আকাশ নীল মাইতি )
প্রযত্নে: গৌরহরি মাইতি
গ্রাম & পো : খারুই
থানা: তমলুক
জেলা : পূর্ব মেদিনীপুর
পিন নং: ৭২১১৩৪

ফোন নং: ৯৬১৪৩৭৯৬৭৬

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল