Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

অমৃতা খেটোর মুক্তকথা




                    গিরগিটি

 

আজ সকালে কাঁঠালি চাঁপা গাছের ডালে একটা নধর গিরগিটি দেখলাম, চুপ করে বসে আছে। একটু পরে দেখি তার গায়ের রং বদলানোর ম্যাজিক।কলিং বেল বাজলো, দরজা খুলে দেখি আরে সেই পাড়াতুতো গিরগিটি টা! আবার এসেছে? একটু দূরে আরো  চার পাঁচ জন দাগী যুবক, তোলাবাজি করা যাদের পেশা।
গিরগিটি বলল, বৌদি, এই হল আমাদের প্রতিনিধি আর দলের প্রতীক তো আপনি জানেন, সকাল সকাল ভোট দিয়ে আপনার গণ তান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসবেন।
চার দিন পর ভোট, স্বামী একটু বেরিয়েছেন, একটা বাইক এসে থামল, দেখি সেই গিরগিটি, বলল, চলুন আমার বাইকে, ভোট দিয়ে আসবেন। আমি গম্ভীর হয়ে বললাম, তুমি যাও, আমি ঠিক সময়ে তোমার দাদার সাথে গিয়ে ভোট দিয়ে আসবো।গিরগিটি চোখ কটমট করে চলে গেল, নাম সুকান্ত, আহা কান্তিমান ছেলে বটে।
মনে পড়ছে বেশ কয়েক বছর আগের কথা, এইরকম বৈশাখী দাবদাহে সকলের নাজেহাল অবস্থা।পোস্টারে এক কবির লেখা কবিতা, 'কৃষ্ণ চূড়ার ফুল লালে লাল, লালে লাল/ চারিদিকে হাঁস ফাঁস এত লাল সন্ত্রাস/। আমাদের প্রায় গোটা পাড়াটার চোখে জয় বাংলা, এখন দেখি নীল অপরাজিতা ফুটে আছে। তখন এই গিরগিটি টার চোখ দুটো লাল।সেদিনও সে বাইক নিয়ে এসেছিল ভোট দিতে নিয়ে যাবে।কঠোর কণ্ঠে সেদিনও তাকে চলে যেতে বলি।
     আমি জানি অন্য দল এলে এই গিরগিটি রং বদলে গেরুয়া ধারী হবে।এদের চরিত্র বদলায় না, ভোটতন্ত্র যত দিন থাকবে, সমাজবিরোধী, ধান্ধাবাজ, অর্থ লোভী , মানুষ অবয়বের গিরগিটি প্রাণীটা সাধারণ মানুষকে চমকে ধমকে গাড়ি বাড়ি বানিয়ে বহাল তবিয়তে জীবন কাটাবে। আর আমাদের অমূল্য ভোটে জয়ী হয়ে নেতা পাতারা টাকার পাহাড় বানিয়ে পরবর্তী চোদ্দ পুরুষকে মাটন বিরিয়ানি খাবার ব্যবস্থা করে রেখে স্বর্গে যাবে। 
 ভোট আসে ভোট যায়, সাধারণ আমরা কষ্টে গুমরে গুমরে মরি।
====================

Amrita kheto
P. O mecheda
Purba Medinipur
Pin 721137
Mob 8001296929

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল