শংকর হালদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

শংকর হালদারের কবিতা




     এরই নাম গণতন্ত্র 

.                 

গনতন্ত্রের তকমা লেপে বিকল এক যন্ত্র
নামে বিহঙ্গের মতো খোলা বিচরণ
ত্রিবর্ণ রং মেখে,
পলে পলে ছলনার গ্রাস দিতে হয় শত পরীক্ষা
এরি নাম কি গনতন্ত্র!

দুঃশাসনের মতো শাসক দল কুয়াশার স্বপ্ন দেখায়
ইঙ্গিতে তাদের গিরগিটি বাস, চলনে ছয় ঋতু
পদ ধ্বনিতে ঘুম ছোটে...
এরি নাম কি গনতন্ত্র!

রাজনীতির অ-বোঝেনা
গনতন্ত্র পেটের দায়ে মাথা কোরে
দশার ফেরে গনতন্ত্রের ক্ষমতায়ন লুটে নেয়
দুর্যোধনের মতো আছে যারা
এরি নাম কি গনতন্ত্র!

স্বাধীনতার পাগড়ি মাথায়
ঋতুভেদে বদলে যায় গায়ের রং
তবুও ক্ষুধার নিবৃত্তি হয়'না বদলের টানাপোড়েনে,
এরি নাম কি গনতন্ত্র!

রাজনীতির রং মাখা প্রতিশ্রুতির জামা গায়
বাড়ি বাড়ি দিয়ে যায় প্রতীক্ষার মানপত্র
ধোঁয়াশার কম্বলে আলোক খোঁজে
ধুকে ধুকে মৃত্যু কিনারায় অবিচল স্বপ্ন...
মৃত্যুর আহুতি,
এরি নাম বুঝি গনতন্ত্র!

.                          __________

.                                        শংকর হালদার 
.                                     গ্রাম+ডাকঘর-দাড়া 
.                                  জয়নগর, দঃ২৪ পরগনা 
.                                        পঃবঃ৭৪৩৩৩৭ 


.                            _________