সৌরভ ঘোষের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সৌরভ ঘোষের কবিতা



একমুখী যুদ্ধ




নুন আর চুন মিলে মিশে সাদাকার
ফুটফাট শব্দ নিরাশ, 
ক্লিন্ন হাহাকার...

জড়ি পাড় রাত,ঝলমলে জামদানী
পশমের সোয়েটারে মশা,লাল আম-আদমি...   
যাপনের ক্ষেত, চাষির হাতে বে-হাল,
ভুল করে কেটে ফেলে কুমির আনার খাল...
বৃংহতি শালিকের ঠোঁটে জঙ্গী বিমান,
লাইট হাউস ফাঁকা ফেলে রক্ষীর তীর্থ ভ্রমণ।

গল্প ছাই অনু হয়ে বাতাসে উড়ছে, 
ঢিলেমিতে প্রতিদিন প্রতিবাদ মরছে...

নিজের নগরী নিজেই জিতেছে রাজা
ক্যানেস্তারা পেটো,বিয়োগে মেলাও
হাতে রাখো দুটো মজা।
কানাকানি একেবারে নয় 
বজায় থাকুক ট্রাডিশন
কোটি কোটি ধৃত - রাষ্ট্র বাঁচুক... 
জন্ম নিক শয়তান ... 
সুদর্শন চক্র ছদ্দবেশে মেঘারোহী,
খনিতে একমুখী যুদ্ধরীতি ...
   


====================




Sourav Ghosh
মুন্সিরহাট, হাওড়া