শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের ছড়া

হুলোরাজ

সুখে ছিল হুলো মেনি চারখানা ছানা
একজন কুঁড়ে অতি কেজো তিনখানা।
ভাই বোন রোজগার করে যাই আনত
কুঁড়ে ভাই তার থেকে বেশিটাই টানত।
মা বাবা বকে ঝকে          পাঠালেই বাইরে
ছেলে ঠিক ঘুমোবার খুঁজে নেয় ঠাঁই রে।
খেয়ে দেয়ে ঘুম দিয়ে ছোট্ট দেহটা ক্ষীণ
মোটা থেকে মোটাতর হয়ে চলে দিন দিন।
রোজগেরে ভাইবোন চোর বলে পরিচয়
গেরস্ত দেয় হুড়ো খিল দেয় দরজায়।
লাঠি হাতে করে তাড়া গাল দেয় ছোঁড়ে ঢিল
ছিঁচকেমি সোজা নয় বড় হ্যাপা মুশকিল।
ইঁদুরও তো কতবার থাবা থেকে ফস্কায়
তার পিছু নিয়ে ধরা কী জ্বালা কী যে দায়!
তার চেয়ে কুঁড়ে ভাই আছে তোফা বেশ তো
ঘাড়ে বসে খেয়ে নেতা চালাবে সে দেশ তো!
 ================


Sriparna Bandyopadhyay,
Flat 3, Jagadish Apartment, 26 J. K. Chatterjee Road,
Sodepur, Kolkata 700110
Mobile: 9007511457, 9331084639. Email: sriparna405@gmail.com



প্রিয় নিরাশাহরণ,

নতুন করে গদ্য পেরে উঠলাম না। এই ছড়াটি মনে হয় জুতসই হবে।
শুভেচ্ছা 
শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়