Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

তাপসী লাহার মুক্তগদ্য


এই বঙ্গে ভোট রঙ্গে




ভোট দেবে ভাই ভোট, ভোট নেবে ভাই ভোট।কাকু কাকিমা মাসিরা পিসিরা দাদারা দিদিরা এই গরমাগরম মরসুমে কি শুধু আম পাকুক,কাঠাল পাকুক শুনে মন ভুলবে,বরং আম মেরে যাওয়া জনতার  ভেতরে চাপা ক্ষোভ, হিংসা , রাগ, দুঃখ, প্রাপ্তি        প্রত্যাশা, হতাশা গুলোকে  মনের ঘিঞ্জিগলি থেকে টেনে হ্যাচড়ে বের করে আগুন ধরিয়ে একটু মোচ্ছব পালন করে নিই,দূর্গাপুজা টূর্গাপুজা না,স্বাধীন  দেশের  স্বাধীন  নাগরিকদের এক্কেবারে যাকে  বলে,গণতন্ত্রের সবচেয়ে বড়,বিগবাজারের অফারের থেকেও বড় একখানা উৎসব।

         উৎসব হবে এমনি এমনি বুঝি।কত্তরকমের জোগাড় যন্ত্রিরের ব্যাপার স্যাপার আছে।তার আগে হেকে ডেকে ভোট দেবতার আবাহন করুন আগে,জয় ভোট বাবার জয়।জয় ভোট বাবার জয়।ভোট বাবা ছাকনি ছেঁকে  ভোটার আনবো, শুধু এই বারটা  একটা হন্যে করে দাও।       নির্বাচনী  প্রার্থির  ঘনঘন পুজা আচারে,  চিৎকার চ্যাঁচামেচিতে ভোটবাবার গেলো ঘুম ভেস্তে।আর চোখ কচল্যাতে কচল্যাতে সবে মাত্র হাই তুলেছেন কি না অমনি  চারিদিকের ত্রাহি চিৎকারে কানের পর্দার ফর্দাফাইয়ের জোগাড়,

    "ভোট বাবা পার করেগা
ভোট বাবা পার করেগা।"
ভোট বাবা পার করাদো,
ভোট বাবা পার করাদো" 

            এক উদ্দেশ্যকে সামনে রেখে ভিন্ন ভিন্ন শ্রেণির ভিন্ন ভিন্ন ডিমান্ড।সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিগত স্বার্থান্ধে "আম" রুপী জনতার
প্রাণ যায় যায়  করছে যখন,ঠিক তখনি  ভোটের দিন,ক্ষণ, নির্ঘণ্ট  ঘোষণায়, তারা ভাবছে,হায়রে এইবার  এদের মোক্ষম সাজা দেবো, আর পার করাবো বলে এয়সা পার করাবো মনে রাখবে।উফফ, কম জ্বালিয়েছো বাবা!

                এদিকে ভারত মাতার যোগ্যযোগ্য সব মাইয়া আর পোলারা   নির্বাচন নামক বড়দের সার্কাসে নাম লিখিয়ে    ভোটদেবতাকে বড় বড় নৈবদ্য চড়িয়ে আলতুফালতু  পটাটোপিপলদের পকেটস্থ করার নতুন নতুন ফন্দিফিকির আঁটছেন। 

       প্রকৃতির রঙ এখন ভোটের ফাগে বারে বারে গেয়ে উঠছে,
"রাঙিয়ে দিয়ে যাও  যাও
যাও  গো এবার যাওয়ার আগে।"

      এমন মনকাড়া  অফার কি ফেলে রাখতে হয় আর তাই ন্যাতান্যাতি আর তাদের নাতিপুতি,খুড়োখুড়ি, আর কাকি পিসিদের নিয়ে কোমর বেধেছেন এই মাস্টারপ্রজেক্টে।ফুল,ফল, হাতুড়ি, কোদালগুলো বাচ্চাদের ড্রইংবই থেকে প্রজাপতির মতন উড়ে উড়ে পাড়ার দেওয়াল জুড়ে বিচিত্র  রঙে খেলে বেড়াচ্ছে।সক্কালের স্কুল শেষ করে আয়ামাসির সাথে হেটে হেটে বাড়িফেরতা   কচিকাঁচারা নিজেদের সদ্যলভ্য অক্ষরজ্ঞান প্রয়োগ করে দেওয়াল জুড়ে লিখে যাওয়া নির্বাচনী  প্রার্থিদের নাম  পড়ে নতুন একটা খেলার পদ্ধতি  আবিষ্কার করে আনন্দে হাত তালি মেরে বাড়ির লোকদের কাছে নেচে নেচে বলে বেড়াচ্ছে।আর বাড়ির লোকেরাও নিশ্চিত। যাক এসব দিয়ে আমার ছানাটার   কিছু একটা  উপকার তো হচ্ছে।দেশ উচ্ছন্নে গেলে হবে কি,বেঁচে থাকো ভোট বাবা।
জয় ভোট বাবার জয়। 
   

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল