দুলাল সুরের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

দুলাল সুরের কবিতা


বন্ধুত্ব জিন্দাবাদ

    
     
বিবেক ও বরকতের সখ্যতা ভীষণ
একই পাড়ায় থাকে
একই আত্মার অভিন্ন হৃদয়
গা শুদ্ধু লোক জানে।

ভোটের বাদ্যি বাজলে পরে
নেতাদের মনভোলানো প্রতিশ্রুতি'তে
লোভ-লালসা, হিংসা-দ্বেষ, তর্কযুদ্ধে
ওদের বন্ধুত্বে ফাটল ধরে।

বেকার আর থাকবে না কেউ
নাম লেখাও প্রার্থীর সমর্থনে
ভোটে জিতে ক্ষমতায় এলে
নিশ্চিত তুমি চাকরী পাবে সর্বাগ্রে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কমবে মূল্য
ঘরে ঘরে বিজলীবাতির জ্বলবে আলো
ঝাঁ চকচকে রাস্তাঘাটে চলবে মোটরগাড়ি
মানবের হিতার্থে নতুন সরকার সদা থাকবে প্রহরারত।

ছলাকলা ও প্রলোভনের রণকৌশলে  
বিবেক-বরকতের বিভেদ পৌছায় চরমে
জেতানর জন্য জান-প্রাণ দিয়ে লড়াই করে
ভিন্ন দলে নাম লিখিয়ে খাটে প্রার্থীর সমর্থনে

ভোটযুদ্ধে জয়ী হয়ে, নেতারা সব নতুন সরকার গড়ে
প্রতিশ্রুতি'র চাকরীর আশায় ওঁরা নেতাদের দোরে দোরে ঘোরে
দিন যায়, বছর যায়, ক্রোধ, হতাশা গ্রাস করে
চাকুরী তো দূর অস্ত, নেতারা ওদের চিনতে নাহি পারে

আশাহত হয়ে দুই বন্ধু ফের আসে কাছাকাছি
নেতারা সব কূটনীতিতে আমাদের করল ব্যবহার  
ঢের হয়েছে ভাই, আখের গোছানো রাজনীতিতে আর মোহ নাই
নিজ নিজ কাজে দাও শ্রম, বন্ধুত্ব জিন্দাবাদ।

************************************** 

দুলাল সুর, মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা,কোলকাতা – ৭০০১২৯,