শেফালি সরের ভাবনা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

শেফালি সরের ভাবনা

যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করুন



ভারতের সত্যিকারের রাজনীতি হ'ল চাওয়া পাওয়ার রাজনীতি।কেউ যদি নেতাদের এইসব টোপ না গিলে তাহলে গিলোটিনে তাদের শিরশ্ছেদ। কখনো হয়তো ভয় দেখানো হয়,ঘর পুড়িয়ে দেওয়া হবে নয়তো কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাতিল করা হবে।ভারত বর্ষের রাজনীতি এমনি ই। বাইরে শুধু হরিনামের জপমালা জপছে আর ভেতরে ভেতরে চুরির কৌশল আঁটছে। কাজে কম্মে অষ্টরম্ভা বাইরে শুধু চটকদারী।একটা ভোট মানে খুন জখম রাহাজানি। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু।সরকারী জিনিস পত্র ভাঙচুর, প্রচুর টাকা পয়সার ক্ষয়ক্ষতি।আর এই টাকা তো সাধারণ  মানুষের উপার্জনের টাকা। এই সত্যি কথাটা সাধারণ মানুষ বোঝে না। আমি একজন সাধারণ নাগরিক। ভোট দেওয়ার দায়িত্ব আমার ও আছে। ভোট দিতে যাবো অবশ্যই। কিন্তু এতে কী যে লাভ আছে-আমার একার ভাবনায় প্রশ্ন টা কিন্তু বারবার মনের মধ্যে উঁকি মারছে। তবুও ভোট দেওয়া একজন নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।তাই ভোটার লাইনে দাঁড়াতে হবে যথা সময়ে। তবু ও বলবো নেতা নেত্রীদের এই যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করুন দয়া করে। আমরা সাধারণ মানুষ একটু শান্তি পেতে চাই।       

 স---------মা------------প্ত।       

  শেফালি সর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর।