সুমিত দেবনাথের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সুমিত দেবনাথের কবিতা

জবাব দিন

**********



আমার মায়ের কী দোষ ছিল? বলো না
আচ্ছা আপনি বলুন না? ছেলে জন্ম দেওয়া
নিজের মুখে রক্ত তুলে, ছেলের মুখে দুধ তুলতে
আমার মা তো কোনোদিন কিপটেমি করেনি!!

কোনোদিন ভাবেনি, বড়ো করে কি হবে?
কী হবে পড়িয়ে? শুধু ভেবেছে ছেলে বড় হবে..
মানুষ হবে? কি তাই না, বলুন না?

সান্ত্বনা দেবেন না। আশ্বস্ত করবেন না।
একদম না। শুধু উত্তর দিন। আমি উত্তর চাই..
জবাব চাই। আপনাদের মুখ থেকে শুনতে চাই..
আর কতদিন আমার মাকে এইভাবে কোলহারা..
হতে হবে?? আর কতদিন তাকে নিরুপায় হয়ে
স‌ইতে হবে উঠতি বয়সের তার বুকের বাছার
অসহ্য মৃত্যুযন্ত্রণা। আরে জবাব দিন।
মাথা নামিয় রাখবেন না।

আমার বাবা যখন সেবার ভোটের দাঙ্গায় মারা গেল ..
এই আপনারাই তো এসেছিলেন? তাই না?
বলেছিলেন না এসব নাকি আর আপনারা..
হতে দেবেন না। আপনাদেরকে ভোট দিতে.. বলেছিলেন।

কিন্তু ক‌ই ? ভোট দিলাম এই তো আপনাদেরকে
না না। আপনারা না তো। ওরা তো কালু,ভলু ..
আপনারা কারা? হবেন হয়তো শালু গালু।
দিয়েছিল সদ্য বিধবা আমার মা ভোটটা সেই
কালুদের‌ই। এই এতটুকু আশায় যে, এরা হয়তো...... তার সদ্য পিতৃহারা ...
ছেলেটাকে ভালো সুস্থ পরিবেশের অক্সিজেন
দিতে পারবে!

হল না ,হল না, কিচ্ছু হয়নি! সব এক আছে!
দানবগুলো আমার মায়ের মাথার ছাদ..
বহু বছর আগে...
এখন আবার কেঁড়ে নিল পায়ের তলার মাটি!!

এখন আবার শালুরা এসছেন, টাকা দিচ্ছেন,
আশ্বস্ত করছেন ভোট দেওয়ার জন্য..
না আর নয়...
আগে বলুন এসব কবে বন্ধ হবে?
কবে আমার মা, বাবা,ভাই, বোন একটু প্রাণ খুলে
অক্সিজেনটা নিতে পারবে? আচ্ছা শালু, আপনিই বলুন না? কালু তো ভয়েই আসেনি?
পাছে আমি গলা টিপে ওর অক্সিজেনটা
বের করে নি...

ঠিক যেভাবে ডাক্তারবাবু অক্সিজেনটা খুলে..
নিল আমার ভাইয়ের মুখ থেকে!!
তাই আসেনি!!! বলুন না..আগে বলুন!!
সবার আগে জবাব দিন।।

  ------------------------------------



নাম:সুমিত দেবনাথ
মো:৮৯৭২৫০৮৯৫৪