বি.কে.স্বপনের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

বি.কে.স্বপনের কবিতা



ভেবে-চিন্তে ভোটটা দিও ---


----------------------------


''রাজনীতিটা রাজার নীতি" বলতো সবাই আগে,
এসব কথা শুনলে এখন বড্ড হাসি লাগে।

লড়ছে ভোটে আসামীরা জেল খাটারও পরে,
মাইক হাতে দিচ্ছে ভাষণ অতি উচ্চ স্বরে।

ওরা নাকি দেশের জন্য দিতে পারে জানও,
রাস্তা-ঘাটে শুনি কতো ওদের গুণ-গানও।

ওদের হয়ে গান গাওয়াটা কতো হনুর ব্রত,
চামচাগিরি করতে তারা বহায় জন-স্রোতও।

ঘোর কলিকাল চলছে এখন বলছে সবাই মিথ্যে,
মন্ত্রী তাদের হতেই হবে তাই তো হবে জিততে।

দিকনা ভাষণ যতই ভালো সবাই ষড়যন্ত্রী,
দেশসেবা তো মুখের কথা চায় যে হতে মন্ত্রী।

চা-ওয়ালা আর হাওয়াই চটি আলোচনার শীর্ষে,
ওরাই ভাবী প্রধানমন্ত্রী মুখে মুখে ফিরছে।

থাকলে পায়ে হাওয়াই চটি পট-পটা-পট শব্দে,
যায় যে বলা,  "বিয়াল্লিশে চাই বিয়াল্লিশ! --- সব দে।"

উনি আবার ঘর-বিবাগী যদিও স্বঘোষিত,
তবু আমরা তাঁর কথাতেই উঠি এবং বসি তো!

ভিন্ দেশি এক 'ভিঞ্চি' এসে দিচ্ছেন কতো ডায়লগ,
সত্যি-মিথ্যে না ভেবে তা খুশি কতো ভাইলোগ।

এমনি করেই আসবে যাবে প্রতিটা নির্বাচন,
ভেবে-চিন্তে ভোটটা দিয়ে দাও ওদের নির্বাসন।

'গণতন্ত্রে বিশ্বাসী' যে সে যদি না জেতে
ভোটের পরে আমার তোমার সবার ক্ষতি এতে।

------------------------------------------------
বি.কে.স্বপন
মধ্যমগ্রাম, কলকাতা --৭০০১৩২