সম্পাদকীয় ও সূচিপত্র: মে ২০১৯ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সম্পাদকীয় ও সূচিপত্র: মে ২০১৯

ব্লগ-নবপ্রভাত

জ্যৈষ্ঠ ১৪২৬  #  মে ২০১৯

'ভোটরণ, জনগণ' বিষয়ক

পঞ্চদশ সংখ্যা


সম্পাদকীয়

প্রকাশিত হল ব্লগ নবপ্রভাত  ''ভোটরণ, জনগণ'' বিষয়ক পঞ্চদশ সংখ্যা। আপনাদের মতামত পরামর্শ একান্ত কাম্য। 

স্ক্রীনশর্ট নয়, নিজের লেখার লিংক শেয়ার করুন। লিংক-সূত্রে পাঠকগণ লেখা পড়ুন। প্রতি লেখার নিচে ফেসবুক কমেন্ট বক্স আছে, সেখানে মতামত বিনিময় চলুক। প্রতি মাসের সর্বোচ্চ পঠিত লেখাকে সম্মানিত করার পরিকল্পনা আছে আমাদের। স্ক্রীনশর্ট  শেয়ার করলে আপনি সে সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। তাই স্ক্রীনশর্ট নয়, নিজের লেখার লিংক শেয়ার করুন।


নতুন বছর সকলের জীবনে সুখবর ও আনন্দ বয়ে আনুক

 এই শুভকামনা জানাই।
--নিরাশাহরণ নস্কর
সম্পাদকঃ নবপ্রভাত

=======

লেখক-সূচি

কবিতা-ছড়া :

আর্যতীর্থ   তপন কুমার মাজি   পল্লব দাস   সায়ন তরফদার   দেবপ্রসাদ মুখার্জী   নিসর্গ নির্যাস  পবিত্র দাস    চন্দন মিত্র   সৌরভ ঘোষ   কান্তিলাল দাস   শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়   অরবিন্দ পুরকাইত  বিশ্বজিৎ সাহু   সুতপা পূততুণ্ড    শক্তিপদ পণ্ডিত   আবদুস সালাম   নারায়ণ প্রসাদ জানা   টুম্পা মিত্র সরকার   রণেশ রায়   সুজাতা মিশ্র   চন্দন সুরভি নন্দ   অমিত পাটোয়ার   অসীম মাহাত  পারমিতা ভট্টাচার্য   বি.কে.স্বপন    অমিতাভ দাস   শুভঙ্কর দাস   দুলাল সুর   সুবীর হালদার   শংকর হালদার  সুখেন্দু নস্কর   সজল কুমার টিকাদার   জয়ীতা চ্যাটার্জী    কুনাল গোস্বামী    সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়  মোনালিসা পাহাড়ি     গৌর গোপাল সরকার    কোয়েলী ঘোষ    মানবেশ মিদ্দা     অমৃতা বিশ্বাস সরকার    সুমিত দেবনাথ     সুবীর মণ্ডল    মাথুর দাস    সবিতা বিশ্বাস    শুভাশিস দাশ

প্রবন্ধ-নিবন্ধ-মুক্তগদ্য:

অমৃতা খেটো   ফিরোজ আখতার   সুমন কুণ্ডু    আনোয়ার হোসেন   সত্যম ভট্টাচার্য   তাপসী লাহা    শেফালী সর ।


রম্যরচনা:  

অ-নিরুদ্ধ সুব্রত   রীতা রায়।

ছোটগল্প-অণুগল্প:

শম্পা দাস    রাম সরেন    তাপসকিরণ রায়    আকাশ নীল মাইতি   স্বরূপা রায় ।