সায়ন তরফদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সায়ন তরফদারের কবিতা





যারা ভোট দেয়



আধার কার্ড নিজেকে চেনায়
ভোটার কার্ড অধিকার কে
নির্বাচন চেনায় শাসক।

পাঁচটি বছর কেটে গেল
আবার হবে নির্বাচন
আসবে এবার কে? মুঘল নাকি অশোক?

আবার হবে যুদ্ধ, মরবে হাজার মানুষ
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে
                  দাঁড়িয়ে মানুষ আবার ভোট দেবে।

মিথ্যে প্রতিশ্রুতিকে সত্যি ভেবে
কড়া রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে
                   মানুষ আবার বোকা হবে।
=============================

SAYAN TARAFDAR (সায়ন তরফদার)
Phone:- 9123079092