সুবীর হালদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সুবীর হালদারের কবিতা





              নাগরিকত্বের খেলা

             ---------------------

খেলাটা বেশ জমেছে
রাম-রহিম-জোসেফের বন্ধুত্ব
রাজনৈতিকতায় ছেদ পেয়েছে
মিথ্যা প্রতিশ্রুতিতে বেঁচে আছি
আঙ্গুলে নাগরিকত্বের চিহ্ন নিয়ে- 
খনন করেছি অকাল সমাধি
ওরা গনতন্ত্রের মন্ত্রে দীক্ষিত
রচনা করছে বেকারত্বের ভবিষ্যত
আমরাও তোতাপাখি
শেখানো মন্ত্র নির্বিচারে জপে গেলাম
অনিশ্চিত জেনেও স্বপ্ন দেখেছি
বাবুদের করজোড় শক্তি যুগিয়েছে
নির্বাচনির আড়ম্বরে আশ্বস্থ ডিগ্রী গুলি
এবার ফাইল বন্দির অবসান হবে
স্বপ্ন পূরণ নেশায় বিভোর 
জ্ঞানশূন্যে পান করেছি অম‌ৃত রূপী বীষ
নাগরিকত্বের অধিকার প্রয়োগে-
শিকার হয়েছি শোষকের জালে।
======================


সুবীর হালদার
ক‌ৃষ্ণনগর নদীয়া
পিন: 741101
ফোন: 8972942226