Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

সুমন কুণ্ডুর 'ভোটের গদ্য '




                              ' একটি ভৌটিক গদ্য '


  ফুল ছড়িয়ে পড়ছে চারিদিকে । বাজারের মোড়ে, পাড়ার লাইটপোস্টে, কার্নিশ বেয়ে ঝুলছে । কথা বলে উঠছে মানুষের সাথে, ' তুমি আমার সাথে আছো তো ? ' মাপছে । মাঝে মাঝে ' জনগণমন-অধিনায়ক জয় হে ' গেয়ে উঠছে ! তোমার গলার ভেতর ঢুকে গেল এইমাত্র, কলমের ভেতর । এইমাত্র শহরের দুর্গন্ধ ঢাকা পড়লো ।

  ইকোয়েশন দোস্তো... ইকোয়েশন everywhere ! স্কুলে আমি অংকে ভালো ছিলাম, সাহিত্যে কাঁচা । অংক কষা ফুলের কাজ নয়, সাহিত্যের কথা বলতে পারতো ।

 ফুল, সাধারণত মেয়েদের নাম হয় । টগর ডাকে এই শিউলি । ছোটবেলায় বাবার সাথে সাইকেলে চেপে নার্সারি থেকে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদার চারা এনে বাড়িতে লাগাতাম । শীতকালে ফুল ফুটলে আমাদের বাড়িতে চোর আসতো, চুরি হত ! এখন ওদের বয়স বেড়ে গেছে । কেউ কেউ সেলুন খুলেছে । সেলুন আমার ভালো লাগে, চুল কাটার পরে ঘাড়টা, মাথাটা বেশ ম্যাসাজ করে দেয় ।

 আমাদের স্টেশনের টোটোয়ালারা ফুলের কার্যকলাপ নিয়ে বেশি জানেন । আচ্ছে দিন বা নোটবন্দির প্রভাব । রিক্সার বিবর্তন ! ফুল প্রেমিরা বড়রাস্তায় মালিকের সাথে দিনের বেলায় মিছিল করে । রাত বিরেতে অলিগলিতে দলবদল, টোটো চেপে ফুল আসে ।

 ' অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়; কেমন করে এ ফুল সবেগে পৃথিবীতে ভরে যায় । '
=============================================================

 সুমন কুণ্ডু ।

৬২/২ , বীণাপাণি পাঠাগার পথ , পোস্ট - আতপুর , শ্যামনগর । উত্তর ২৪ পরগনা । পিন - ৭৪৩১২৮ , 
পশ্চিমবঙ্গ ।

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩