সজল কুমার টিকাদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সজল কুমার টিকাদারের কবিতা



ভোট




চারিদিকে থম থম।শুধু ভারী বুটের আওয়াজ।

দারিদ্র্য অধ্যুষিত।
ছোট ছোট মাটির বাড়িরা প্রাণহীন।
পোষ্যটা সকাল থেকে আম গাছটায় 
শুকনো মুখে বাঁধা।

রাজনৈতিক উত্তেজনায় গতকাল খুন--এক;
রক্তের দাগ এখনও!

নিতান্ত সাধারণ।খেটে খাওয়া।
কিন্তু আগুন কি এই সব মানে?

চারিদিকে তুমুল উত্তেজনা তখন
বিন্নি ধানের খই...
সকাল ঠেলে বেরিয়ে এসেছিল হতভাগা
এই তপ্ত দুপুরের মাঝখানে।

খুট করে একটা শব্দ।
বুকে তিন ইঞ্চি গর্ত, 
রক্ত...

গতকাল ভোট ছিল এইখানে।

-----------------------------------------------------------
সজল কুমার টিকাদার
আরামবাগ,হুগলি
পিন-৭১২৬০১.
ফোন-৯৭৩২৮১৫৩৯৯.