অমিত পাটোয়ারীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

অমিত পাটোয়ারীর কবিতা






      ভোট


এরপর সবকিছু নিশ্চুপ হয়ে যাবে
শঙ্খ লাগা অজগর দুটো কোলকাতার রাস্তাঘাটে
ছুটবে বাধাবন্ধনহীন। ওদের পেটের মধ্যে
ধরা যাক , শেষের দিকের কোনো জানালায় বসে
আমরা লিফলেট নিয়ে বানাবো এরোপ্লেন।

এরপর ময়দানে নিজস্ব তাঁবু টাঙিয়ে
সাপের খেলা দেখাতে গিয়ে পুলিশের তাড়া খাবো
কেননা আমাদের ভুলে যাবার পারমিট নেই।

মাঝরাতে পাড়ার মেয়েটাকে খালপাড়ে নগ্ন
পাওয়া গেলে মুখ বুজে অপেক্ষা করবো।
শেষদফা এবং ফলাফল বেরিয়ে গেলে
পুলিশের সাহায্য পাওয়া যাবে নিশ্চয়ই!

বেশ কিছু শ্মশানচুল্লি আগাম ফাঁকা রাখবো
বেশ কিছু তুলো , ধুপ , সাদা ফুল...

আমাদের কাকা , জ্যাঠা , ভেড়া পিসি , বিল্টু...
সবাইকে নিয়ে চলে যাবো একটি নিবিড় নির্বাচনহীন
স্যাংচুয়ারিতে। আমরা বনভোজন করবো ততদিন ,
যতদিন না ভারতবর্ষে শীতকাল আসে।