Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

আকাশ নীল মাইতির গল্প




" একটি অপ্রকাশিত খোলা চিঠি"

           ----------------


প্রিয় সুজন,
            আপনারা যারা আমাকে ভালোবাসেন এতকাল অন‍্যায় আবদার সহ‍্য করেছেন সবিশেষ জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমার মৃত্যু আসন্ন। তাই দুপুর থেকেই খুব ভয়ে ভয়ে আছি । কি করে জানলাম? জেনেছি। যেমন করে আপনারা মেঘলা আকাশ দেখে বুঝে যান বৃষ্টি আসবে কিনা। সেইভাবে। এমনিতেই আমি ছ'ফুট দু'ইঞ্চি লম্বা। গড়পড়তা বাঙালি ছেলেদের তুলনায় বেশ লম্বাই। কিন্তু দুপুর থেকেই দেখছি আমার ছায়ার দৈর্ঘ্য ক্রমশ আমাকেই ছাড়িয়ে যাচ্ছে! তাই নিজের আয়ু নিয়ে বেশ সন্দিহান।
        এখন রাত এগারোটা পঁয়ত্রিশ। লেপের মধ্যে আমি আর আমার ছায়া সহাবস্থান করছি। আর মোবাইলের কী-প‍্যাডে টপাটপ টাইপ করে চলেছি আমার শেষ ইচ্ছেগুলো। আপনাদের কাছে আনুরোধ এগুলো যেন আমার জবানবন্দি হিসেবে ধরা হয়। কি জানি সকাল অবধি আর বেঁচে থাকতে পারবো কি না ! মনটা বড় কু-গাইছে গো ...
         ছোটবেলায় স্কুলে পরীক্ষার সময় ফার্স্ট বয় বা সেকেন্ড বয়ের পাশেই বসতাম। পুরোটা না পারলেও বেশিরভাগটাই টুকে দিতাম। তারপর এর বাগান ওর বাগান করতে করতে বড়ো হয়ে গেলাম কবে। মা-বাবার মুখে প্রথমবার হাসি ফুটিয়ে একদিন দাদাদের সৌজন্যে চাকরি নিয়ে পৌঁছে গেলাম নর্থ বেঙ্গল! ও মা, এখানেও দেখি এক‍ই কাণ্ড! বেমালুম আমার ছোটবেলাকে কপি করছে! মেজাজ গেল খিঁচড়ে। হাতের ডাস্টার ছুঁড়ে মারলাম। কেটে গেল বাচ্চাটার কপাল অনেকটা। তারপর থেকে লজ্জায় আর স্কুলে যেতে পারিনি অনেকদিন। তোয়াক্কা করিনি। কারণ এখন তো আপনাদের ভালোবাসায় বাংলাজুড়ে খ‍্যাতি। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোসাল সাইট নিত্য আমার‍ এক মন্তব্যে হেডলাইন হয়ে যায়। চ‍্যানেলে চ‍্যানেলে চর্চা চলে রমরমিয়ে। বেশ উপভোগ করি ব‍্যাপারটা। এক হাঁকে মাঠ ভরে যায় হাজারে হাজার। ভাবুন কতটা পাওয়ার ধরি! অবশ্য এসব বলাই বাতুলতা। যেগুলো জানেন না এবার সেই কথাই বলি। না বললে যে পরকালে ঠাঁই হবে না! এদিক থেকে আমি খুব কনসান। আপনাদের ভালোবাসার ধনে হোটেল বানিয়েছি পাঁচটা, সব‍ই পাঁচতারা। সুইস ব‍্যাঙ্কেও আছে কিছু। অবশ্যই সব বেনামে। কয়েকদিন আগে সেই ছেলেটির সাথে দেখা। সেই কপাল ফাটানো ছেলেটা। এখন বড়ো পুলিশ অফিসার হয়েছে। শুনেছি খুব অনেস্ট। পায়ে হাত দিয়ে প্রণাম করল। মুহূর্তে কি যে হয়ে গেল ভেতরটা ! অনেক আশির্বাদ করেছি তাকে। বেনামী সম্পত্তির সমস্ত ডকুমেন্টস তাকে এই মাত্র মেল করে জানালাম। বাকিটা আপনাদের হাতে।
      ভোরের আলো ফুটে উঠেছে , হয়ত আমারও সময় হয়ে এল। এখন বেশ হালকা লাগছে নিজেকে। একটাই দুঃখ রয়ে গেল মেয়েটা একবারও বাবা বলে ডাকল না আজও! ভালো থাকুন,  ভালো রাখুন। বিদায়...
                   ইতি
আপনাদের আদরের হতভাগ্য বুড়োদা। 
                    
                              ( সমাপ্ত )


হরিপদ মাইতি ( আকাশ নীল মাইতি )
প্রযত্নে: গৌরহরি মাইতি
গ্রাম & পো : খারুই
থানা: তমলুক
জেলা : পূর্ব মেদিনীপুর
পিন নং: ৭২১১৩৪

ফোন নং: ৯৬১৪৩৭৯৬৭৬

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত