Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

আকাশ নীল মাইতির গল্প




" একটি অপ্রকাশিত খোলা চিঠি"

           ----------------


প্রিয় সুজন,
            আপনারা যারা আমাকে ভালোবাসেন এতকাল অন‍্যায় আবদার সহ‍্য করেছেন সবিশেষ জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমার মৃত্যু আসন্ন। তাই দুপুর থেকেই খুব ভয়ে ভয়ে আছি । কি করে জানলাম? জেনেছি। যেমন করে আপনারা মেঘলা আকাশ দেখে বুঝে যান বৃষ্টি আসবে কিনা। সেইভাবে। এমনিতেই আমি ছ'ফুট দু'ইঞ্চি লম্বা। গড়পড়তা বাঙালি ছেলেদের তুলনায় বেশ লম্বাই। কিন্তু দুপুর থেকেই দেখছি আমার ছায়ার দৈর্ঘ্য ক্রমশ আমাকেই ছাড়িয়ে যাচ্ছে! তাই নিজের আয়ু নিয়ে বেশ সন্দিহান।
        এখন রাত এগারোটা পঁয়ত্রিশ। লেপের মধ্যে আমি আর আমার ছায়া সহাবস্থান করছি। আর মোবাইলের কী-প‍্যাডে টপাটপ টাইপ করে চলেছি আমার শেষ ইচ্ছেগুলো। আপনাদের কাছে আনুরোধ এগুলো যেন আমার জবানবন্দি হিসেবে ধরা হয়। কি জানি সকাল অবধি আর বেঁচে থাকতে পারবো কি না ! মনটা বড় কু-গাইছে গো ...
         ছোটবেলায় স্কুলে পরীক্ষার সময় ফার্স্ট বয় বা সেকেন্ড বয়ের পাশেই বসতাম। পুরোটা না পারলেও বেশিরভাগটাই টুকে দিতাম। তারপর এর বাগান ওর বাগান করতে করতে বড়ো হয়ে গেলাম কবে। মা-বাবার মুখে প্রথমবার হাসি ফুটিয়ে একদিন দাদাদের সৌজন্যে চাকরি নিয়ে পৌঁছে গেলাম নর্থ বেঙ্গল! ও মা, এখানেও দেখি এক‍ই কাণ্ড! বেমালুম আমার ছোটবেলাকে কপি করছে! মেজাজ গেল খিঁচড়ে। হাতের ডাস্টার ছুঁড়ে মারলাম। কেটে গেল বাচ্চাটার কপাল অনেকটা। তারপর থেকে লজ্জায় আর স্কুলে যেতে পারিনি অনেকদিন। তোয়াক্কা করিনি। কারণ এখন তো আপনাদের ভালোবাসায় বাংলাজুড়ে খ‍্যাতি। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোসাল সাইট নিত্য আমার‍ এক মন্তব্যে হেডলাইন হয়ে যায়। চ‍্যানেলে চ‍্যানেলে চর্চা চলে রমরমিয়ে। বেশ উপভোগ করি ব‍্যাপারটা। এক হাঁকে মাঠ ভরে যায় হাজারে হাজার। ভাবুন কতটা পাওয়ার ধরি! অবশ্য এসব বলাই বাতুলতা। যেগুলো জানেন না এবার সেই কথাই বলি। না বললে যে পরকালে ঠাঁই হবে না! এদিক থেকে আমি খুব কনসান। আপনাদের ভালোবাসার ধনে হোটেল বানিয়েছি পাঁচটা, সব‍ই পাঁচতারা। সুইস ব‍্যাঙ্কেও আছে কিছু। অবশ্যই সব বেনামে। কয়েকদিন আগে সেই ছেলেটির সাথে দেখা। সেই কপাল ফাটানো ছেলেটা। এখন বড়ো পুলিশ অফিসার হয়েছে। শুনেছি খুব অনেস্ট। পায়ে হাত দিয়ে প্রণাম করল। মুহূর্তে কি যে হয়ে গেল ভেতরটা ! অনেক আশির্বাদ করেছি তাকে। বেনামী সম্পত্তির সমস্ত ডকুমেন্টস তাকে এই মাত্র মেল করে জানালাম। বাকিটা আপনাদের হাতে।
      ভোরের আলো ফুটে উঠেছে , হয়ত আমারও সময় হয়ে এল। এখন বেশ হালকা লাগছে নিজেকে। একটাই দুঃখ রয়ে গেল মেয়েটা একবারও বাবা বলে ডাকল না আজও! ভালো থাকুন,  ভালো রাখুন। বিদায়...
                   ইতি
আপনাদের আদরের হতভাগ্য বুড়োদা। 
                    
                              ( সমাপ্ত )


হরিপদ মাইতি ( আকাশ নীল মাইতি )
প্রযত্নে: গৌরহরি মাইতি
গ্রাম & পো : খারুই
থানা: তমলুক
জেলা : পূর্ব মেদিনীপুর
পিন নং: ৭২১১৩৪

ফোন নং: ৯৬১৪৩৭৯৬৭৬

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩