মোনালিসা পাহাড়ীর আঞ্চলিক কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

মোনালিসা পাহাড়ীর আঞ্চলিক কবিতা


ভোট



ভোট আইনে দিকে দিকে মিটিং মিছিল হয়,
নেতামনে লম্বা চওড়া কত্ত কথা কয়।
তুমার আমার সামনে দাঁড়ায় দুহাত জোড় করি,
ভিখারি যমন ভিখ মাগে হাতে বাটি ধরি।

তুমানেবিত গলি গেল, দিদিল সব ভোট,
কত আশার স্বপ্ন দেখল হই কি এক জোট।
দুঃখের দিন ঘুঁচি যাবে ঠকবনি আর মোটে,
নতুন নেতা রাখবে কথা জিতনে এবার ভোটে।

তারপর ত ভোট হিগেলা, জিতলা বি সৌ নেতা,
বিশাল বড় পদ বি পাইলা হইলা কেউকেটা।
বড় বড় গাড়ি চড়লা উড়িই রাস্তার ধুলা,
মোন্নাকে আর চিনলানি ত , সব যেন ভুলভুলা।

তুমানে রইল অন্ধকারে তাকে আলো দিকি,
সে অখন চোখ রাঙায়টে অতীত ভুলিকি।
অমনু সব বেইমানিয়ে ভরিচে গোটা দেশটা,
কে জানে বাবু, কবে যে হবে, এ নৈরাজ্যের শেষটা!!
=================================


মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১
ফোন- 9635269527