শুভঙ্কর দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

শুভঙ্কর দাসের কবিতা

অযুত পদধ্বনি ওঠে


সূর্য যেখান থেকে ওঠে সেখান থেকে একটি কালো মাথা এগিয়ে আসে
যার হাতের রেখায় কোনো অস্ত্র নেই
যার পায়ের তলায় কোনো নরম কার্পেট নেই
যার মুখে পড়ে না মঞ্চের হাজার কৃত্রিম আলো

তাকে জেগে থাকতে হয়
অসুখে,খরায়,বন্যায় অথবা যুদ্ধের দামামায়

সে হেঁটে গেলে ধানখেত,সে হাত বাড়ালেই সিংহাসন টলে,সে মরে গেলে বাতাসে ছাই ওড়ে কাঁটাতার ছাড়িয়ে

তার শরীরে রক্ত-মাংস ছাড়া শুধু আঁকা আছে চাকা
যেটা ঘুরে, অবিরাম ঘুরে বলে,এ পৃথিবীটা জয় করার মতো সুন্দর,ভালোবাসার মতো নরম,সন্ন্যাস হওয়ার মতো ত্যাগ আর মূর্তি বানানোর মতো অহংকার জন্মায়

সেই চাকা যত জোরে ছোটে
আর কিছু নয়,মহাসংগীত
অযুত পদধ্বনি শুধু ওঠে      
------------------------------------------

শুভঙ্কর দাস
হলদিয়া
পূর্ব মেদিনীপুর ৭২১৬০২
ফোন -৯৭৩২৬২৫২৮৯