Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

ফিরোজ আখতারের অণুকথা




ভোটের প্রাপ্তি

.....................





ভোটেতে অনেক জ্বালা থাকা সত্ত্বেও বেশ কিছু প্রাপ্তি থাকে ৷ যত ভোটের অভিজ্ঞতা বাড়ে ততই এই প্রাপ্তি'র ভাণ্ডার পূর্ণ হতে থাকে ৷ নির্বাচন কমিশন একে দেশের সবথেকে বড়ো উৎসব হিসাবে বর্ণনা করেছেন । সত্যিই তাই ৷ উৎসবই বটে ৷ প্রতিটি ভোটে যেসব অভিজ্ঞতা হয় তা নিয়ে একটা উপন্যাসিকা রচনা হয়ে যায় ৷

ভোটকর্মীদের টিম ভীষণ গুরুত্বপূর্ণ । সম্পূর্ণ অপরিচিত চার-পাঁচজনকে নিয়ে শুধুমাত্র দু'দিনের জন্য একটি টিম তৈরি হয় ৷ ভোটের একদিন আগে অর্থাৎ P1 দিনে DCRC তে উপস্থিত হতে হয় । তাঁরা দু'দিন একসঙ্গে থাকেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন, কাজ করেন, মজা করেন, সুখদুঃখের গল্প করেন ৷ তারপর ভোট নিয়ে ফিরে আসে RC ( Receiving Centre ) তে । নির্দিষ্ট কাউন্টারে সবকিছু জমা দিয়ে রওনা দেন যে যার বাড়ি'র উদ্দেশ্য । পরে হয়তো আর কোনদিনই পরস্পরের সঙ্গে দেখা হয়না ।

কিছু কিছু জায়গা আছে অত্যন্ত দুর্গম ও অগম্য । সেখানে ভোট শুরুর দু'দিন আগে অর্থাৎ P2 দিনে রওনা হতে হয় ৷ ফিরতেও সময় লাগে দু'দিন । সব মিলিয়ে ৫ দিন ।

ভোটের বুথগুলি যদৃচ্ছভাবে বেছে দেওয়া হয় ৷ টিমও তৈরি হয় ও'ভাবেই ৷ তাই ভোটটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার । কেউ পড়েন DCRC থেকে অনেক দূরে আবার কেউবা পড়েন DCRC'র কাছে ৷ কারও বুথে ভোটারসংখ্যা হাজার-বারো'শ তো কারও বুথে ভোটারসংখ্যা চার থেকে ছ'শ ৷ যাঁদের বুথ পড়ে DCRC থেকে অনেক দূরে তাঁদের ভোটশেষে সবকিছু জমা দিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় । কেউ কেউ রাতটুকু DCRC তেই কাটিয়ে দেন কোনরকমে ৷ ভোরে বাড়ি ফেরেন ৷ পঞ্চায়েত ভোটে যাঁদের বুথে ১০০০-১২০০ ভোটার থাকে, তাদের দুর্ভোগের সীমা থাকেনা ৷ রাত ১০টা-১১টা পর্যন্ত ভোট চলে ৷ তারপর সবকিছু জমা দিতে দিতে রাত ১টা-২টোও বেজে যায় ৷

ভোটে কারও কারও ডিউটি আসেনা ৷ অনেকে প্রভাবশালী কোন ব্যক্তি'র মাধ্যমে তাঁদের ডিউটি কাটিয়ে নেন ৷ অনেকের রিজার্ভ ডিউটি আসে ৷ যাঁদের রিজার্ভ ডিউটি আসে তাঁদের মধ্যে একটা শ্রেণি ভোটের আগেরদিন অর্থাৎ P1 দিনে গিয়ে আগেই ডিউটি নিয়ে নেন নিজে থেকেই ৷ কেউ কেউ হাজিরাখাতায় সই করে এদিক-ওদিক ঘুরে বেড়ান ৷ তাঁদের নাম ধরে ডাকলেও কোন খোঁজ পাওয়া যায়না ৷ হঠাৎ করে সেক্টর অফিসারদের হাতে বেমক্কা ধরা পড়ে গেলে তখন অবশ্য জোর করে ট্যাগ করে দেত্তয়া হয় ।

এইভাবে প্রতি পাঁচ বছরে তিনবার ভোট আসে, ভোট যায় ৷ অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হতে থাকে ৷





পরিচিতি
...............

নাম - ফিরোজ আখতার
ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড, ঠাকুরপুকুর, কোলকাতা - ৭০০০৬৩
চলভাষ - ৮৯৭২০২৪৫৪৫
ইমেল - firozzorif1979@rediffmail.com

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল