কান্তিলাল দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

কান্তিলাল দাসের কবিতা




আমজনতা গেছেই বুঝে

       

চাইছে সবাই দেশের ভালো
দশের ভালো করতে
ভোটটি এলেই ভোটবাবুরা
চলেন ভোটার ধরতে !

'ও-দল বড় সাম্প্রদায়িক
দাদা ওদের ভোটটি নয়
আমরা হলাম আগমার্কা
দাদা জানেন সে নিশ্চয় !'

'ওরা দাদা কী চোর কী চোর
চিহ্নে ওদের দিলেই ছাপ
জিতলে পরে সরকারি সব
টাকা জানেন করবে গাপ !'

'ওদের দেখুন কি বিধায়ক
কি সাংসদে গুছোচ্ছে
কেমন ছিল কেমন হলো
পাবলিকে সব কুঁচোচ্ছে !'

যাচ্ছে চলে ভদ্রভাষা
ইতর ভাষার আমদানি
চক্ষুচড়ক আমজনতার
হালে কী কেউ পাই পানি !

নেতার যত উস্কানিতে
পাড়ায় পাড়ায় বিভেদ জোর
আনবে ভালো বদল কে যে
খুঁজতে হবে কম কে চোর !

গণতন্ত্র কাঁপছে ভয়ে
কে দেবে আজ ঠাঁই আমায়
যুদ্ধ চলে ছলে বলে
রায় করা চাই ঠিক আদায় !

আমজনতা গেছেই বুঝে
পাঁচটি বছর শুষবে যে
ভোট দিয়ে তো আনব তাকে
গদির পরে ফুঁসবে যে !
...................

কান্তিলাল দাস
বেলতলা লেন
(সাধুখাঁ মাঠ)
ডাক : সিঙ্গুর
জেলা : হুগলি