পারমিতা ভট্টাচার্যের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

পারমিতা ভট্টাচার্যের কবিতা



গণতন্ত্র

__________

সাপের মত আঁকাবাঁকা করে 
চলেছে একটা লাইন স্কুল এর দিকে,
দূর থেকে দেখলেই লাগে পোষমানা
বিষদন্তএর থেকে বিষ হয়ত হয়েছে ফিকে।
খেয়ালি মত্ততায় মগ্ন আজ জীবনতন্ত্র
তারই দস্তখত পড়ে শুধু ভোট যন্ত্রে,
সাপের মতো আঁকাবাঁকা একটা লাইন
যদিও তার পাঁচ পা দেখতে পাওয়া যায়না।
পাঁচ পা দেখালেই আবার একটা ক্ষতবিক্ষত দেহ,
আর,অভিভাবকহীন একটা পরিবার পাওনা।
তার চেয়ে ভালো পোষ মেনে থাকা,
হলেও সামাজিক দৃষ্টিপাত বাঁকা
প্রাণটা তো তবু বাঁচে।
তাই গৃহপালিত হওয়ার অজুহাতই
আজ গণতন্ত্রের মুখে সাজে।।





ঠিকানা
_______
পারমিতা ভট্টাচার্য
পদ্মপুকুর,তারকেশ্বর কলেজ রোড
তারকেশ্বর,ওয়ার্ড নও_____১০
পিন কোড__৭১২৪১০