সুবীর মণ্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সুবীর মণ্ডলের কবিতা



শোকার্ত পঞ্জিকা

                               

রক্তপাত আর নারকীয় ধ্বংসের উৎসবে
সবার আমন্ত্রণ। এসো পালন করি মৌনব্রত।
ভালো মন্দ বিচার করে আর কী হবে
সবাইতো সামিল ধ্বংসের উৎসবে,
আমি, আপনি,তুমি, সে, সকলে।
কানাকানি দলবাজি, দখলবাজি সবই দেখব
বলা যাবে না কিছু, ভালো আর মন্দের মধ্যে শুধু দেখে
নাও, মন্দের ভালো। কোথাও কোথাও তাও দেখার দরকার নেই।শুধু দেখে নাও ব্যক্তিগত লাভ লোকসান।মনুয্যত্ব বিক্রি হলেও ক্ষতি নেই, 
ঘর পোড়া আলুর স্বাদটা তো নিতে হবে।  
শুধু নিজের ঘরটাসামলে এসো মেতে উঠি 
ধ্বংসের উৎসবে। 
চেতনার শোকার্ত পঞ্জিকায় নাম তুলি 
মৃত কিছু নিরীহ মানুষের।
=====================


Subir Mandal
4059 Moulana Azad Road
Shanti nagar, Balaka
Po-Barasat
PIN-700127
MO-8906684528