কুনাল গোস্বামীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

কুনাল গোস্বামীর কবিতা





 প্রতারক...... 

 

ঘড়িতে তখন ১.৪৫,বৈশাখের প্রখর তাপে শরীরের প্রত্যেক অঙ্গে তখন আগুন জ্বলছে নিখিলেশের। 
কিছুক্ষণ আগে ব্যস্ত যানযট উপেক্ষা করে উন্নয়নের পদযাত্রায় সামিল হয়েছিল সে।

এখন আবার কোত্থেকে একটা শবদেহ বহন করা গাড়ি হুস্ করে বেড়িয়ে গেল নিখিলেশের পাশ দিয়ে, 
নীলাঞ্জনা তাকে ছেড়ে চলে গেছে আজ প্রায় পাঁচ বছর 
তার প্রতারণার আগুন আর তাকে নিয়ে লেখা কবিতা গুলো সে এখনো ধারালো অস্ত্রের মতো সাথে নিয়ে ঘোরে 
যদি কখনও দ্যাখা পায় কোনো যুগলের 
সে তাদের মুখে ছুঁড়ে মারে

দেশে এখন মহা উৎসব পালন করা হচ্ছে, বিজ্ঞাপনের ব্যানার জুড়ে শুধুই অভিনেতাদের ছবি 
তারই নিচে নিখিলেশ সাদা কাগজে লেখে - "আজ সে ক্ষুদার্থ, আর তার সঙ্গ দেয় জিভ বের করা এক নিরীহ কুকুর!"

নীলাঞ্জনা' এখন আর নেইকো কোনো ভেদাভেদ 
তোমার নামের সাথে "প্রতারক" শব্দটা আমি জুড়ে দিয়েছি
আজ আমারও আঙুলের ডগায় এক ফোঁটা রক্তের ছাপ
আর বুকে প্রজ্জ্বলিত প্রতিহিংসার আগুন।

---------------------------------------------------------------------
  
 কুনাল গোস্বামী
গ্রাম- পূর্ব কন্যানগর
পোষ্ট- কন্যানগর
জেলা- দক্ষিণ ২৪ পরগনা