রণেশ রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

রণেশ রায়ের কবিতা







আজি এ প্রভাতে



আজি এ প্রভাতে প্রাণের পর,
বুকটা কেন যে করে ধরপর!
রবি নাই আজ ভোরের আকাশে
দুর্গন্ধ ছড়ায় বাতাসে বাতাসে,
সন্ধ্যা হইলে গণ গগন পর
জাগিয়া ওঠে যে ছবি
না জানি আজিকে কি লিখিবে
কি গান গাহিবে কবি।

ওদিকে দেখি চলে ভোটাভুটি
গণতন্ত্রের নাই যে ছুটি,
কোটি দেশে দেখ কত তলোয়ার
ঝলসিয়া ওঠে বার বার,
জানা আছে জাদু জিতিবার
তোয়াক্কা করে কে কার,
জাগিয়া উঠিছে সকলের মতি
হিংসা বিনা নাই যে গতি,
গণতন্ত্র বাঁচাইবার এইতো সুদিন
অপেক্ষা করো আর কিছু দিন,
বহিয়া যাক রক্ত গঙ্গা
বাজিয়া উঠুক জয়ের ডঙ্কা,
শিরোপা উঠিবে মাথায় যখন
সব সমস্যার সমাধান তখন,
কেউ নই মোরা সন্ত্রাসবাদী
কেউ নই আর বিবাদী
জাগিয়া উঠিয়াছে আজিকে পরান
এক হাতে গীতা আরেক হাতে কোরান
ধর্ম যে আজ জয়ের উপাখ্যান
কেমনে করি তারে প্রত্যাখ্যান,
দেখ ঐ উঠিবে নব এক রবি
শোন ঐ কি গান গাহিবে কবি।