সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের কবিতা


।।ভোট রঙ্গ।।


ভোটের আমি 
ভোটের তুমি
ভোট দিয়ে যায় চেনা।
কে জনগন
কি জনধন
সব আজ যায় কেনা।
কোথায় কাজ
কেবল সাজ
নকল বুঁদির রম্য গড়।
মরুক চাষি
লাশ হোক বাসি
পুড়ুক খোড়ো গোলা,ঘর।
ভোটের বালাই
পালাই পালাই
ইভিএম-এই প্রাণের টান।
ভোটের আগে
কি অনুরাগে
প্রার্থী মুখেই করছে দান।
ভোটের রণ
কামড় মরণ
লক্ষ্য কিন্তু জনগন।
উড়ছে টাকা
বুকনি ফাঁকা
মনটা তবু উচাটন।।
*******************

Sudipta Bandyopadhyay.
Ph. 9432222463.