নারায়ণ প্রসাদ জানার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

নারায়ণ প্রসাদ জানার কবিতা



ভোট


অন্ধ গলিটার পাশে
কার যেন আর্তনাদ ভেসে আসে,
গরম রক্তের ধারা মিশে যায় নর্দমার স্রোতে
অপরাধের চিহ্ণ যায় মুছে।
আসে সি.আই.ডি- সাংবাদিক,
শুরু হয় চাপান উতোর,
ময়দানে মিটিং-মিছিল মোমবাতি হাতে
সোস‍্যাল মিডিয়ায় ওঠে ঝড় প্রতিবাদের,
তারপর একদিন কালবৈশাখী ঝড় যায় থেমে।
যৌবনে সাদা শাড়ি-রঙহীন বধূটির
অসহায় তনুজ এক্কা দোক্কা খেলে উঠনে একেলা ,
বাবার স্নেহ কি জনেনা সে,
স্থবিরা  ঠাকুরমা ;নাতিকে  গল্পশোনায় ;
সপ্তডিঙ্গা মধুকর সওদাগরের,
একদিন বানিজ্য শেষে আসবে ফিরে,
অভিজ্ঞান রয়েছে বাঁধা শিশুটির হাতে।
অন্ধ গলিটার পাশে ; গরম শোনিত ধারা মিশে যায় নর্দমার স্রোতে,
পলেস্তারা খসা প্রাচীর- কংক্রিটের রোড - ভাঙা ল‍্যাম্পপোষ্ট
বোবা সাক্ষী হয়ে গলির সারমেয়র সাথে আর্তনাদ করে।
একদিন বানিজ‍্য শেষে সওদাগর আসবে ফিরে,
অভিজ্ঞান রয়েছে বাঁধা শিশুটির হাতে।
==============================

নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোস্ট-হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর