রাম সরেনের অনুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

রাম সরেনের অনুগল্প





রাজনীতি




"আরে বিক্রম বাবু যে, খবর সব ভালো তো ? " কথাটা শুনে বিক্রম একটু হকচকিয়ে গেল, যে তাকে এটা জিজ্ঞাসা করল সে তার গ্রামের লোক; রাজনীতি করে এবং বর্তমানে পঞ্চায়েতে কর্মরত। বিক্রম কয়েক মাস আগে পঞ্চায়েতে গিয়েছিল এবং এই মহাশয় তাকে জিজ্ঞেস করেছিল ' তোমার বাড়ি কোথায় ' তখন বিক্রম বলেছিল " শংকরদা আমাকে চিনতে পারছোনা, সত্যি গ্রামের লোককে ভুলে গেছেন। " জবাবে শংকর বলেছিল " রোজ কত লোকের সাথে দেখা করতে হয়, কাকে কাকে মনে রাখব। " আজ বিক্রমের ভালো লাগলো যাক শংকরদা চিনতে পারল। একদিন চায়ের দোকানে গিয়ে বিক্রম শুনল ভোটের কথা হচ্ছে, সাধারণ মানুষের এটাই তো কাজ, ভোটের কথা আলোচনা না করে তারা যদি তাদের নিজেদের পারিবারিক সমস্যার কথা একটু আলোচনা করে তো সেটা সমাধান হয়ে যেত কিন্তু তারা তারা করবেনা ঘরে যা হচ্ছে হোক কে জিতবে আর কে হারবে এটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।  এবার সে বুঝতে পারলো কেন শংকরদা সেদিন ওকে চিনতে পেরেছিল, সেদিন নাম ধরে ডেকেছে পরের দিন মিটিং এ ডাকবে, সত্যি এই তাহলে রাজনীতি। ভোটের আগে একরকম ভোটের পরে আরেকরকম। 
ভোট এলেই সাধারণ মানুষের মূল্য বেড়ে যায়, এমনি সময় যারা চিনতে অস্বীকার করে, তারা এই সময় খুব সহজেই সম্পর্ক তৈরি করতে পারে এবং মুখে হালকা হাসি রেখে সকলকে জিঙ্গাসা করতে বিরক্ত টুকু হয়না যে " কাকা কেমন আছেন, বাড়িতে সবাই ভালো তো। আমাকে পর মনে কোরো না আমি তোমাদেরই একজন।" সত্যি এই আত্মীয়তা যদি সারা বছর সমানভাবে সকল নেতা দেখাতে পারত তাহলে হয়তো পাঁচ বছর অন্তর সরকার পাল্টাত না।

 =======================================