চন্দন মিত্রর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

চন্দন মিত্রর কবিতা





উলু-খাগড়ার ছড়া




উলু এবং খাগড়া দুটি ভাই
মানিকজোড়ের মতন ঘোরে ফেরে
--- এমন মিল তুলনা যার নাই
গাঁয়ের সবাই বলেন কণ্ঠ ছেড়ে

হঠাৎ হল ভীষণ যুদ্ধ শুরু
রাজায় রাজায় রাজ্য জয়ের লড়াই
যোদ্ধা ছোটে বক্ষ দুরু দুরু
জিতব আমরা করল মুখে বড়াই

উলু এবং খাগড়া কৌতূহলে
দেখতে গেল লড়াই মাঠের ধারে
রাজার সেপাই যুদ্ধ জেতার ছলে
কোপ বসাল দুইটি ভায়ের ঘাড়ে ...

=====================

চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা )
ডায়মন্ড হারবার , দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক --- ৭৪৩৩৩১
চলভাষ --- ৯৩৩২৩৫৮৭৪৭