চন্দন সুরভি নন্দর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

চন্দন সুরভি নন্দর কবিতা


টাকার মেশিন 

                   


মায়ের ওষুধ নিয়ে
শহর থেকে ফিরল রতন
সবে সন্ধ্যা নেমেছে 
রাস্তায় আলো কম
হাসপাতাল অনেক দূরে 
অদৃশ্য যম খেলাকরে 
মৃত্যুর সীমান্তে শায়িত মা 
 শেষ রক্ষা হল না 

আস্তে আস্তে ভোরের আলো ফোটে
রাতের আঁধারে ঘরের দেওয়াল গুলো
রাঙিয়ে গেছে কারা 
তুলেছে রং বেরং এর তোরন 
এসেছে নির্বাচন 
শোনাযায় এবার নাকি
এ টি এম চিহ্নে দাঁড়িয়েছে একজন!

টাকার মেশিন........ 
জিতলে সবাইকে দেওয়া হবে!
সামনে বসে উল্লাসে ফেটে পড়া
রোবট গুলো মানুষ কবে হবে? 
======================

Chandansuravi Nanda
Revenue Office 
BL&LRO,Manbazar-ll
Boro
Purulia
PIN-723131
Phone-9163332432