আর্যতীর্থর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

আর্যতীর্থর কবিতা



       । আস্তাকুঁড় ।


আবর্জনা জমছে ভীষণ, মন জুড়ে ছায় আস্তাকুঁড়,
কাজের কথার বাগান ফাঁকা, বাজে কথার ঘাস প্রচুর।
বারোমাসের রোজনামচায়
চাহিদারা রোজ খামচায়
পাপোষ বানায় আপোষনীতি, সত্যে ফেরার রাস্তা ঘুর,
শিরদাঁড়াকেই গুম করে দিই , খাড়া হওয়া অনেক দূর।

ঈশ্বর আজ রাজনীতিকের দাবার বোড়ের কর্মতে,
জন্মদাগের মতন এখন জাত লেখা হয় চর্মতে।
শ্বাস উঠেছে জাতের ফাঁসে 
ভোট-ড্রাকুলা হি হি হাসে
নি-রক্ত দেশ হাজার ক্ষতে জাতিভেদের শর-স্রোতে,
কোটি রকম ঘেটো এখন আমার ভারতবর্ষতে।

কেউ দিয়ে দেয় মাসের ছুটি কেউ হেঁকে যায় জয় শ্রীরাম,
ভোটের নামের বজ্জাতিতে তেল দিতে পা'য় নেই বিরাম।
ধর্ম জাতে ভাগ করে,
ভোটগাড়ি যায় ওই জোরে,
মাঝের থেকে হচ্ছে খারাপ আল্লাহ এবং রামের নাম,
অতীত নিয়ে বর্তমানের যুদ্ধে ভাবী তুলকালাম।

গঙ্গানদী ধুঁকছে বিষে সেদিকপানে খেয়াল কার?
লক্ষ বলি নিচ্ছে দূষণ সেই নিয়ে নেই ভোটপ্রচার।
বাড়ায় বেকার শিক্ষা কেবল
সে সব নিয়ে ভাবছে কে বল
চলছে ঢালাও প্রতিশ্রুতির  খুড়োর কলের অত্যাচার,
আলোর খবর বলে সবাই করছে ফিরি অন্ধকার।

মনের ভেতর আবর্জনার স্তুপ জমে আর জায়গা নেই,
সিংহাসনে চড়ুন যিনি নাগরিকের ভয় লাগেই।
রোজ হয়ে যায় দেশবিভাজন
 ভোট বেছে দেয় পর আর আপন
সময় এগোয় ,সমস্যারা আজও যে যার জায়গাতেই,
দেশের বলি চড়ছে ভোটে গদির মধুর ফায়দাতেই।

নিজের হাতে কুয়ো খুঁড়ে , খাচ্ছি খাবি হায় তাতেই।
===============================


আর্যতীর্থ, কলকাতা