আবদুস সালামের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

আবদুস সালামের কবিতা


আমাদের কোনো নিজস্ব তা নেই

          (এক)
  
  উদ্বেগের কুয়াশায় লেপ্টে আছে আমন্ত্রণ
ক্লান্ত ক্লান্ত ভালো বাসা ছড়ানো সর্বত্র
কামুক বাজনা বেজে ওঠে

গরুর রাজত্বে গণতন্ত্র উল্লাসে মাতে
অন্তপ্রাণ ভোটারদের সম্ভ্রম খোয়া যায়
আমরা আমাদের ধর্ষক নির্বাচন করি
 পালন করি ভোটোৎসব
বিষন্নকাল প্রতিশ্রুতির  আকাশে ডানা মেলে
            (দুই)
আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধ করি নির্বোধ পাড়ায়
রক্তহীন চোখ দ‍্যাখে আস্ফালন
হাহাকার ছায়া ফ‍্যালে ,বাগদী পাড়ায়
রোডশোতে নেমে পড়েছে সিনেমা সুন্দরীরদল
স্বপ্ন ঈশ্বরীরা পা মিলিয়েছে সাথে( মুদের সুঁথে)

রক্তাক্ত হয় চৈতন‍্যের বাগান
ফিরে ফিরে আসে ভোট
পার্টি অফিস ভাঙচুর হয়, রাস্তায় পড়ে থাকে লাশ
মিটিং মিছিলে পাড়া মহল্লা কাঁপে
রোদন বিলাসী মা আমার শৃগালের সাধু উচ্চারণ শেখায়, সম্মোহিত হই

নস্ট ফুলের মালা গেঁথে  সাজায় নেতাজীমূর্তি 

যেদিকে তাকায় ঝুলে আছে বিষ্ময়সূচক চিহ্ন
আমরা ভোট দিই
আমাদের কোন নিজস্বতা নেই
@@@


আবদুস সালাম
 প্রয়াস , শ্রীকান্তবাটি মাদারল‍্যান্ড
 রঘুনাথগঞ্জ ,মুর্শিদাবাদ 742225
30/04/2019