তপন কুমার মাজির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

তপন কুমার মাজির কবিতা




   প্রতিবাদী কণ্ঠের বিষম ঘায়ে


উপর ওয়ালার আস্কারায় গুণ্ডারা এসেছে প্রকাশ্য পথে,
দস্তুরমতো সুরক্ষিত করা হয়েছে তাদেরকে অন্ধকার জগতে !

ভোট নামক লোকদেখানো একটি ব্যবস্থায় জনগণকে 
বানানো হয়েছে বোকাযন্ত্র,
প্রতিবারের মতো এবারও হয়তো গড়ের মাঠে গড়াগড়ি খাবে 
গণতন্ত্র...!

অতীতে যেমন কেঁদেছিল সে অসহায়ে
ভবিষ্যতেও কাঁদবে তেমনই,
বুক চিতিয়ে করবে চিৎকার--
খবর নেওয়ার সময় হয়তো হবে না কারোরই !

গোবর-গনেশরা নাচবে-গাইবে 
হবে মাতোয়ারা--
কালের কাকাতুয়ারা কোরাসে সুর মিলিয়ে 
হবে আত্মহারা !
হাততালি দেবে দু'মুখো দোঁহারী,
হাতকাটা ঠুঁটোরা বলবে বলিহারি...

এমনিভাবেই আমাদেরকে মুখে কুলুপ দিয়ে দেখতে হবে 
আরোও কতদিন 
ঠিক জানে না এই মন,
তবে নাকে দড়ি দিয়ে অন্ধকারবাসীকে একদিন 
টেনে আনবেই আনবে প্রকাশ্য রাস্তায়, 
সচেতন জনগণ 

ক্ষমতার গর্বে গর্বিত মুকুটকে ধুলোয় মিশিয়ে দিয়ে,
চাবুকরূপ প্রতিবাদী কণ্ঠের বিষম ঘায়ে...!
-----------------------------------------------------
তপন কুমার মাজি
কোর্টমোড়, আসানসোল
পশ্চিম বর্ধমান
----------------------------------------------------